Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৪

ঢাকায় যাত্রীবাহী ট্রেনে ফের আগুন। মৃত ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
ঢাকায় যাত্রীবাহী ট্রেনে ফের আগুন। মৃত ৫

ঢাকার গোপীবাগে বেনাপোল থেকে যাত্রী নিয়ে আসা ট্রেনে আগুন, এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঢাকায় দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ট্রেনে আগুনের এই ঘটনাকে ঢাকা মহানগর পুলিশ নাশকতা বলে মনে করছে।

জানা গেছে, ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ আগেই রাত সাড়ে ন’টা নাগাদ গোপীবাগ কাঁচাবাজার এলাকায় ট্রেনে আগুন লাগায় ঘটনা ঘটেছে, দমকল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রেনটির কয়েকটি বগিতে আগুন জ্বলতে দেখা যায় এবং ট্রেনটি সেখানেই ট্রেনটি থেমে যায়, তারপর এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে। এর কিছুক্ষণ পরে দমকল ঘটনাস্থলে পৌঁছয়।

আগুন লাগার কারন জানা যায়নি। দমকল, পুলিশ ও রেল এই ঘটনার তদন্ত শুরু করেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনটির তিনটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন। তিনি বলেন, “মানুষকে ভীত, সন্ত্রস্ত করা, স্বাভাবিক জীবন যাপনকে বাধাগ্রস্ত করাই এ ঘটনার উদ্দেশ্য।”

শুক্রবার রাতে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে মদিন উদ্দিন বলেন, “এই অগ্নি কাণ্ডের ঘটবা যে নাশকতা, সেটি তো স্পষ্ট। পরিকল্পিতভাবে এটি করা হয়েছে। যারা করেছে তাদের আইনের আওতায় নেয়া হবে।”

বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৩৬ ঘণ্টারও কম সময় বাকি থাকতে এই অগ্নিকাণ্ডের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল বিএনপি যে দুদিনের হরতাল কর্মসূচি দিয়েছিলো শনিবার সকাল থেকে তা শুরু হয়েছে।

বিএনপি ও তাদের সহযোগী দলগুলো এই নির্বাচন বয়কট করছে এবং তারা ভোটদান থেকে বিরত থাকার জন্য দেশবাসীকে আহবান জানিয়েছে। রবিবার বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!