Advertisement
  • টে | ক | স | ই
  • আগস্ট ২৯, ২০২২

সুসংবাদ, দীপাবলীতেই কলকাতায় ৫ জি পরিষেবা

দিওয়ালিতে কলকাতায় প্রবেশ করবে দ্রুততম আর অত্যাধুনিক ৫ জি মোবাইল পরিষেবা। রিলায়েন্সের বার্ষিক সভায় এ সংবাদ ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

আরম্ভ ওয়েব ডেস্ক
সুসংবাদ, দীপাবলীতেই কলকাতায় ৫ জি পরিষেবা

চিত্র সংগৃহীত

দিওয়ালির আলোর হাত ধরে। কলকাতায় প্রবেশ করবে দ্রুততম আর অত্যাধুনিক ৫ জি মোবাইল পরিষেবা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভায় এ সংবাদ ঘোষণা করলেন মুকেশ আম্বানি। বলেছেন, দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতার মতো বড়ো মেট্রোশহর গুলিতে ৫ জি পরিষেবা চালু করবে জিও এবং ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি শহরে দ্রুততম পরিষেবাটি পৌঁছে দেবে। পরিষেবায় বিনিয়োগ করা হবে ২ লক্ষ কোটি টাকা।


❤ Support Us
error: Content is protected !!