Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১১, ২০২৩

ফের বড় রকমের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, ৫দিনে ৪ বার কাঁপল এই দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের বড় রকমের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, ৫দিনে ৪ বার কাঁপল এই দেশ

ফের ভূমিকম্প। সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, ৫দিনে ৪ বার কাঁপল এই দেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। গত শনিবারও ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। পরপর তিনটি কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ৪ হাজারেরও বেশি মানুষ। এরপরে আজ বুধবার  আবার ভূমিকম্প হল আফগানিস্তানে। যদিও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, বুধবার ফের ভূমিকম্প হয় আফগানিস্তানে। উত্তর-পশ্চিম আফগানিস্তানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুসারে, বুধবার সকালে ৬.৩ মাত্রার ভূমিকম্পটি হেরাত প্রদেশের রাজধানী থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০.০ কিলোমিটার নিচে ভূমিকম্পটি হয়। শনিবারের মারাত্মক ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এর আগে শনিবারই ভয়ঙ্কর ভূমিকম্প হয় আফগানিস্তানে। সেই দিনও ভূমিকম্পে মাত্রা ছিল ৬.৩। পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছিল। শনিবারের ওই ভূমিকম্পে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। ২০টিরও বেশি গ্রাম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে, ভূমিকম্পে ধসে যায় ২ হাজারেরও বেশি বাড়িঘর। আফগানিস্তানের এই ভয়ঙ্কর ভূমিকম্পের পরই আমেরিকার তরফে ৫ মিলিয়ন ডলারের মানবিক সাহায্যের ঘোষণা করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!