Advertisement
  • স | ফ | র | না | মা
  • ফেব্রুয়ারি ১২, ২০২২

৭০ দিনে ১৮ দেশে, সফর শুরু চলতি বছরের সেপ্টেম্বরে। মাথাপিছু খরচ ১৫ লক্ষ টাকা৷

আরম্ভ ওয়েব ডেস্ক
৭০ দিনে ১৮ দেশে, সফর শুরু চলতি বছরের সেপ্টেম্বরে। মাথাপিছু খরচ ১৫ লক্ষ টাকা৷

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড সংস্থা জানিয়েছে তাদের দিল্লি-লন্ডন বাসযাত্রা আবার শুরু হবে৷ ভারত-মায়ানমার সীমান্ত শান্ত থাকলেই এই পরিষেবা বহাল থাকবে মনে করছে সংস্থা । চলতি বছরের সেপ্টেম্বর থেকে এই পরিষেবা শুরু করতে চায় সংস্থার কর্তারা । ৭০ দিনের দীর্ঘ যাত্রা৷ ২০ হাজার কিলোমিটার বিস্তৃত পথে পড়বে ১৮ টি দেশ৷ মাথাপিছু ১৫ লক্ষ টাকা৷ এই খরচের মধ্যে ধরা থাকবে টিকিট, ভিসা, বিভিন্ন দেশে থাকার খরচ-সহ আনুষঙ্গিক নানা ব্যয়৷ যদি এই পরিষেবা আবার শুরু হয়, তাহলে গত ৪৬ বছরে দিল্লি-লন্ডন বাসযাত্রা এই নিয়ে দ্বিতীয় বার হবে৷ এরকমই এক যাত্রা ১৯৫৭ সালে শুরু করেছিল ব্রিটিশ সংস্থা৷ সেটা ছিল কলকাতা থেকে লন্ডন ভায়া দিল্লি৷

তবে কয়েক বছর চলার পরই দু্র্ঘটনার কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়৷ এর পর ‘অ্যালবার্ট টুরস’ নামে একটি সংস্থা ডাবল ডেকার বাস পরিষেবা শুরু করে সিডনি থেকে লন্ডন ভায়া ভারতের কোনও শহর৷ ১৯৭৬ অবধি এই পরিষেবা পাওয়া গিয়েছিল৷ তার পর ইরানের অন্তর্দ্বন্দ্ব এবং ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়ায় সেই পরিষেবাও বন্ধ হয়ে যায়৷ যে সব যাত্রাপথের জন্য বিগত পরিষেবাগুলি বন্ধ হয়ে যায়, সেগুলি বর্জন করা হবে এ বারের পরিষেবায়৷ এ বার শুরু হলে বাস যাবে কিরঘিজস্তান, চিন, থাইল্যান্ড, মায়ানমার হয়ে ফ্রান্স৷ বাসের পাশাপাশি থাকবে বিলাসতরী৷ ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য৷
ফ্রান্সের কালেই থেকে ইংল্যান্ডের ডোভার অবধি বাসটিকে নিয়ে যাওয়া হবে ফেরি সার্ভিসে৷ তার জন্য সময় লাগবে প্রায় ২ ঘণ্টা৷ তার পর বাস আবার লন্ডন থেকে চলতে শুরু করবে৷ বাসে মোট ২০ টি আসন থাকবে৷ প্রত্যেক যাত্রীর জন্য থাকবে আলাদা কেবিন৷ সেখানে খাওয়া, ঘুম-সহ সব রকম সুযোগ সুবিধে থাকবে৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!