Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ২৭, ২০২৪

মৃণাল সেনের “মানসকন্যা” শ্রীলা মজুমদার প্রয়াত

আরম্ভ ওয়েব ডেস্ক
মৃণাল সেনের “মানসকন্যা” শ্রীলা মজুমদার প্রয়াত

অভিনেত্রী শ্রীলা মজুমদার প্রয়াত। গত ৩ বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। শনিবার তিন বছরের লড়ূইয়ের যবনিকাপাত হয়। অভিনেত্রীর মৃত্যুতে তাঁর পরিবার ও টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। অভিনেত্রীর শনিবার রাতেই কেওড়তলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর।

শ্রীলা মজুমদার গত ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন। তার পর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়। শ্রীলার স্বামী এসএনএম আব্দি এই খবর জানিয়েছেন। অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয় গত বছর নভেম্বর মাসে। তখনও বাড়িতেই ছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর ছেলে সোহেল আব্দি লন্ডনে থেকে পড়াশোনা করেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি দেশে ফিরে আসেন।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘পালান’ সিনেমায় শ্রীলা মজুমদারের শেষ অভিনয়।

মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবির মাধ্যমে ১৯৮০ সালে অভিনয় জগতে হাতেখড়ি হয়  শ্রীলা মজুমদারের। তখন তাঁর বয়স ১৬ বছর। নাটকের মঞ্চ থেকে তাঁকে আবিস্কার করেন মৃণাল সেন। ভিন্নধর্মী সিনেমায় শ্রীলা মজুমদারকে বেশি অভিনয় করতে দেখা গিয়েছে। শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিউরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গেও শ্রীলা মজুমদার অভিনয় করেছেন। মৃত্যুকালে শিল্পীর ৬৫ বছর বয়স হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!