Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ১৬, ২০২২

বন্যায় বিপর্যস্ত অসম। মৃত ৩, ক্ষতিগ্রস্ত ৫৭০০০।

বন্যায় বিপর্যস্ত অসম।  মৃত ৩, ক্ষতিগ্রস্ত ৫৭০০০।

গত কয়েক দিন ধরেই লাগাতার ভারী বর্ষণ চলছে অসম-সহ মেঘালয় এবং অরুণাচলপ্রদেশে। বর্ষার আগেই প্রবল বর্ষণে অসমের ৬ জেলায় বন্যা পরিস্থিতি । ডিমা হাসাও জেলায় ভূমিধসে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৩ জনের। ডিমা হাসাওয়ের হাফলং এলাকায় জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অসমের কাছাড়, ধেমাজি, হোজাই, কার্বি আলং পশ্চিম, নওগাঁ ও কামরূপ মেট্রো এলাকায় ৯৪টি গ্রাম প্লাবিত। দুর্যোগের কবলে ২৫ হাজার গ্রামবাসী। ১১৯ জন যাত্রীকে উদ্ধার করেছে বায়ুসেনা। ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে হাত লাগিয়েছে বায়ু সেনাও। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং সেখান থেকে দুর্গতদের উদ্ধার করার কাজ করছে বায়ু সেনা।

গত কয়েক দিন ধরেই লাগাতার ভারী বর্ষণ চলছে অসম-সহ মেঘালয় এবং অরুণাচলপ্রদেশে। তার জেরে একাধিক নদীর জলস্তরও বিপজ্জনক ভাবে বাড়তে শুরু করে। কপিলি নদীর জলস্তর এখনও বিপদসীমার ঊর্ধ্বে বইছে।অসম বিপর্যয় বোকাবিলা বিভাগ প্রদত্ত তথ্য অনুযায়ী, ১৪ মে পর্যন্ত কাছার, ধীমাজি, হোজাই, কার্বি অ্যাংলং ওয়েস্ট, নগাঁও এবং কামপূর (মেট্রো)—এই ছয় জেলার ৯৬টি গ্রামের ২৪ হাজার ৬৮১ জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার জলে ১ হাজার ৭৩২ হেক্টরের বেশি চাষের জমি ডুবে গিয়েছে। শুধুমাত্র কাছার জেলাতেই ২১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ, ৫৭ হাজার ক্ষতিগ্রস্ত ।

এই মুহূর্তে অসমে উদ্ধারকাজে মোতায়েন সেনা, আধা সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগ। বন্যা কবলিত এলাকাগুলি থেকে এখনও পর্যন্ত ২ হাজার ১৫০ জন মানুষকে উদ্ধার করা গিয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে বায়ুসেনা হেলিকপ্টারের সাহায্যে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসার পাশাপাশি শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দিচ্ছে । একাধিক সড়ক জলের তলায় ডুবে যাওযায় সড়ক পথে যাওয়া যাচ্ছে না। অসমের কুঞ্জুং, ফিয়ংপুই, মৌলহি, নামজুরাং, সাউথ বাগেটর, মাধব টিলা, কালীবাড়ি, নর্থ বাগেটর, জিওন, লোধি পাগমোল সহ একাধিক জায়গায় ভূমি ধসের ঘটনা ঘটেছে। প্রায় ৮০ টি বাড়ি ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত হয়েছে ।প্রবল বন্যার কারণে ট্রেন লাইন ডুবে যাওযায বাতিল হয়েছে একাধিক ট্রেন । শিলচর -গুয়াহাটি গামী বহু ট্রেন কাছাড় জেলায় আটকে রয়েছে । রেল লাইনে নেমেছে ধস। বিপদ্দজনক অবস্থায় রয়েছে রেল ট্র্যাকগুলো। ১১৯ জনকে বায়ুসেনা উদ্ধার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লখিমপুর, হোজাই, নগাঁও জেলায় একাধিক সড়ক, সেতু, সেচের খাল জলের নীচে চলে গিয়েছে । তবে এখনই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। কারণ আবহাওয়া দফতর ১৮ মে পর্যন্ত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । ফলে জলস্তর বাড়লে আরও পরিস্থিতি খারাপ হবে বলে অআশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেকারণেই যুদ্ধতৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!