- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১২, ২০২৫
হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু অস্ট্রেলিয়ার, সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির শুরুটা একেবারেই ভাল হল না অস্ট্রেলিয়ার। টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হার। অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে ৪৯ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দুরন্ত সেঞ্চুরি করে শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে অধিনায়ক চরিথ আসালঙ্কা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ৫৫ রানের মধ্যে সাজঘরে ফিরে যান পাথুম নিসাঙ্কা (৪), আভিস্কা ফার্নান্ডো (১), কুশল মেন্ডিস (১৯), কামিন্দু মেন্ডিস (৫) ও জেনিথ লিয়ানাগে (১১)। এরপর দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক আসালঙ্কা ও দুনিথ ওয়েল্লালাগে।
১২২ রানের মাথায় ওয়েল্লালাগেকে (৩৪ বলে ৩০) তুলে নিয়ে জুটি ভাঙেন ম্যাথু শর্ট। এরপর দ্রুত আউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭) ও মহেশ থিকসানা (২)। ১৩৫ রানে ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। একপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন আসালঙ্কা। মনে হচ্ছিল হয়তো দেড়শ রানের গন্ডি পার করতে পারবে না শ্রীলঙ্কা। কিন্তু আসালঙ্কার দুরন্ত ব্যাটিং শ্রীলঙ্কাকে ২১৪ রানে পৌঁছে দেয়। ৪৬ ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ১২৬ বলে ১২৭ রান করে আউট হন আসালঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে শন অ্যাবট ৬১ রানে ৩ উইকেট নেন। স্পেনসার জনসন, অ্যারন হার্ডি ও নাথান এলিস ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতে বিপর্যয়ে পড়ে। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান ম্যাথু শর্ট (০)। তাঁকে ফেরান আসিথা ফার্নান্ডো। এক ওভার পর তুলে নেন জেক ফ্রেজার–ম্যাকগার্ককে (২)। ৩১ রানের মধ্যে আউট হন কুপা কনোলি (৩) ও স্টিভ স্মিথও (১২)। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মার্নাস লাবুশেন (২৭ বলে ১৫) ও অ্যালেক্স ক্যারি (৩৮ বলে ৪১)। জুটি ভাঙতেই আবার ধস। শেষ পর্যন্ত ৩৩.৫ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অ্যারন হার্ডি করেন ৩২, শন অ্যাবট ২০। অ্যাডাম জাম্পা ২০ রান করে অপরাজিত থাকেন। দুরন্ত বোলিং করে ৪০ রানে ৪ উইকেট তুলে নেন মহেশ থিকসানা। আসিথা ফার্নান্ডো ও দুনিথ ওয়েল্লালাগে ২টি করে উইকেট নেন।
❤ Support Us