শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ফুল দিয়ে সাজানো খাটে শুয়ে আছেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। জুহুর লাহিড়ি হাউস থেকে অন্তিম যাত্রায় এগিয়ে চলেছেন স্বজনরা। কান্না ভেজা চোখ, মুখে হরি ধ্বনি। শেষযাত্রায় সামিল সঙ্গীতশিল্পী অভিজিত, মিকা। চলছে পুজোপাঠ। মন্ত্রোচ্চারণ, ওঁ অসতো মা সদ্ গময় । ভিলে পার্লের পবনহংস শ্মশানে পৌঁছল দেহ। শব নামানো হল শ্মশানে। চন্দন কাঠে সাজানো চিতা। বাপি লাহিড়ির মুখাগ্নি করবেন ছেলে বাপ্পা। কান্নায় ভেঙে পড়েছে নাতি-নাতনিরা ।
প্রজন্মের পর প্রজন্মকে তাঁর সুর আর গানের ছন্দে মাতিয়ে রেখেছিলেন বাপ্পি লাহিড়ি। অশ্রুসিক্ত চোখে তাঁর গুণমুগ্ধদের হূদয়ে নাড়া দিচ্ছে সেই গান—ইয়াদ আ রাহা হে তেরা প্যায়র ।
পরলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন বাপি লাহিড়ি। তাঁর আত্মার শান্তি কামনায় শুরু হয়েছে পুজো-পাঠ। টানা এক মাস অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসা চলছিল বাপ্পিদার। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবারই আচমকা তাঁর শারীরিক অবনতি হয়। ওইদিনই গভীর রাতে প্রয়াত হন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মরণে গুণমুগ্ধরা বারবার শেয়ার করছেন —‘চলতে চলতে’ ছবির জনপ্রিয় গান ‘কভি আলবিদা না কহেনা’, ‘দিল মে হো তুম…’, ‘লহু কে দো রং’ ছবির গান ‘চাহিয়ে থোড়া পেয়ার থোড়া পেয়ার চাহিয়ে’,’নমক হালাল’ ছবির গান ‘রাত বাকি বাত বাকি’, ‘হিম্মতওয়ালা’ ছবির গান ‘ন্যায়নো মে সপনা’, ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবির গান ‘সিসে কি উমর পেয়ার কি’—বাপ্পি লাহিড়ির চিরস্মরণীয় গানের ডালি। রাস্তায়, পথে-ঘাটে, উৎসব-অনুষ্ঠানে, রেডিও-টেলিভিষণে আর মুঠোফোনের রিংটোনে ডিস্কো কিং-য়ের ছন্দে নেচে উঠবে আমজনতা। জলসায় বারবার ফিরে আসবেন তিনি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34