- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১, ২০২৫
পাঞ্জাবকে ইনিংস ও ১৩ রানে হারিয়ে এবছর রনজি অভিযান শেষ করল বাংলা

দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা। বলা যায় সুযোগ দিলেন না বাংলার জোরে বোলাররা। ফলে ক্রিকেট জীবনের শেষ ইনিংসে ঋদ্ধিমানের নামের পাশে থেকে গেল কালো দাগ, শূন্য রান। জীবনের শেষ ম্যাচে রান না পেলেও সতীর্থরা অবশ্য ঋদ্ধির বিদায়লগ্নটা স্মরণীয় করে রাখল। গ্রুপ লিগের শেষ ম্যাচে পাঞ্জাবকে ইনিংস ও ১৩ রানে হারিয়ে এবছর রনজি অভিযান শেষ করল বাংলা। পাঞ্জাবের বিরুদ্ধে বোনাসসহ ৭ পয়েন্ট পেয়েও হতাশা বাংলা শিবিরে।
বাংলার গ্রুপ থেকে আগেই কোয়ার্টার নিশ্চিত করেছিল হরিয়ানা। গ্রুপ লিগের শেষ পর্বে আগের দিনই বিহারকে ইনিংস ও ১৬৯ রানে হারিয়ে নক আউটের ছাড়পত্র পেয়ে গেছে কেরল। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে বোনাস পয়েন্টসহ জিতেও কোনও লাভ হল না। ৭ ম্যাচে ২১ পয়েন্টে শেষ করল বাংলা। শীর্ষে থাকা কেরালার পয়েন্ট ২৮। ৬ ম্যাচে হরিয়ানার পয়েন্ট ২৬। রয়েছে দ্বিতীয় স্থানে। হরিয়ানা ও কর্ণাটক ম্যাচ চলছে। এই ম্যাচের যা পরিস্থিতি, বড় কোনও অঘটন না ঘটলে ৩ পয়েন্ট পেতে চলেছে হরিয়ানা। সেক্ষেত্রে তারা গ্রুপ শীর্ষে পোঁছে যাবে। তৃতীয় স্থানেই গ্রুপ লিগ শেষ করবে বাংলা।
বাংলা যে ইডেনে সরাসরি জয় পেতে চলেছে, শুক্রবারই বিষয়টা পরিস্কার হয়ে গিয়েছিল। পাঞ্জাবের ১৯১ রানের জবাবে বাংলা তুলেছিল ৩৪৩। ১৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে পাঞ্জাব তোলে ৩ উইকেটে ৬৩। ইনিংস পরাজয় এড়াতে পাঞ্জাবের দরকার ছিল ৮৮ রান। কিন্তু ইনিংস হার এড়াতে পারল না পাঞ্জাব। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ১৩৯ রানে।
আগের দিনের ৬৩/৩ রান হাতে নিয়ে খেলা শুরু করেছিল পাঞ্জাব। প্রথম সেশনেই বাকি ৭ উইকেট হারায়। দিনের শুরুতেই প্রভসিমরন সিংকে (১২) তুলে নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ১ ওভার পরেই ফেরান আনমোল মালহোত্রাকে (০)। এরপর ধস নামে পাঞ্জাব ইনিংসে। শেষ পর্যন্ত ১৩৯ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ রান করেন মায়াঙ্ক মার্কাণ্ডে (৩১)। গুরনুর ব্রার করেন ২৬। ৬৯ রানে ৪ উইকেট নেন সুরজ। ২৯ রানে ৩ উইকেট সুমিত মোহন্তর। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন সুরজ সিন্ধু জয়সওয়াল।
❤ Support Us