Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • নভেম্বর ১, ২০২১

অভিনব সবুজ সাথী সাইকেল।একবার চার্জ দিলেই চলবে ৩০ কিমি!

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিনব সবুজ সাথী সাইকেল।একবার চার্জ দিলেই চলবে ৩০ কিমি!

তাঁর সাইকেল দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। এমনই এক বিশেষ সাইকেল বানিয়েছেন ফেলেছেন জয়ন্তবাবু।একবার চার্জ দিলেই কেল্লাফতে ! ৩০ কিলোমিটার যেতে আর প্যাটেল করার প্রয়োজনই পড়বে না। সাইকেলের পিছনের চাকার সঙ্গে একটি মোটর, হ্যান্ডেলের ডান হাতের মুঠিটাই তার এক্সেলেটর। সেটাতে চাপ দিলেই আপনার পছন্দের গতিতে ছুটবে সাইকেল।

লকডাউনে বাড়িতে বসেই গবেষনা চালিয়েছেন তিনি । তাঁর স্কুল সূত্রে জানা যায়, জয়ন্তবাবু বরাবরই নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন। তাঁর তৈরি ‘সেভ ওয়াটার, সেভ এনার্জি’ মডেল নিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় ছুটেছিল তাঁর স্কুলের ছাত্র। দিনের আলো ফুটলেই নিভিয়ে যাবে বাড়ির আলো। অন্ধকারে জ্বলে উঠবে বাতি। এমনই নানান বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন জয়ন্তবাবু। ব্যাটারি চালিত সাইকেল প্রসঙ্গে তিনি জানান, ‘কলেজে পড়ার সময়েই সাধারণ বাই সাইকেলটা কিনেছিলাম। ওটা নিয়েই বাজারে ঘুরি। ভাবলাম কী করে কম কষ্ট করে সাইকেল নিয়ে আরও বেশি ঘুরতে পারি। তার পরীক্ষার জন্য একটি ব্যাটারি কিনলাম অনলাইনে। ২৪ ভল্টের লিথিয়াম ব্যাটারি, সঙ্গে একটি মোটর। তৈরি করে ফেললাম ব্যাটারি চালিত সাইকেল।’

জয়ন্তবাবুর এই সাইকেল মাত্র আট হাজার টাকাতেও তৈরি করা সম্ভব। সাইকেলের ব্যাটারিতে বিদ্যুতের চার্জ দিতে পাঁচ ঘণ্টা লাগবে। মোবাইলের ব্যাটারির মতন লিথিয়াম ব্যাটারি। একবার চার্জ হয়ে গেলেই সাতদিন আর চার্জ দিতে হবে না, ৩০ কিলোমিটার চলবে। জয়ন্তবাবু জানান, যেভাবে পেট্রল ডিজেলের দাম বাড়ছে, ছেলেমেয়েদের স্কুটি-মোটরসাইকেলের বিকল্প হতে পারে তাদের এই প্রিয় সবুজ সাথী সাইকেল।’


❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!