Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৮, ২০২২

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি।

বনধ রুখতে সক্রিয় প্রশাসন।

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি।

হুগলিতে বিজেপি সমর্থকদের রেল অবরোধ। বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে । খিদিরপুরে উত্তেজনা ।

রাজ্যের ১০৮ পুরসভার ভোটে ব্যাপক হিংসার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টার বনধ কর্মসূচিতে নেমেছে বঙ্গ বিজেপি । সকাল থেকেই সেই কর্মসূচি সফল করতে মরিয়া  বিজেপির নেতা- কর্মীরা। ভোরেই বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে । পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি সামান্য উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া হুগলি, বর্ধমান স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সকাল থেকে অবশ্য বিজেপির বনধ ব্যর্থ করে সমস্ত পরিষেবা সচল রাখতে পালটা তৎপর প্রশাসনও। সরকারি বাস চলছে বেশি সংখ্যায়। হাওড়া, শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলও স্বাভাবিক।

বনধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বালুরঘাট ছাড়াও কোচবিহার জেলায় বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে সকাল থেকে। সেখানে সরকারি বাস আটকানোর চেষ্টা করেন বনধ সমর্থনকারীরা। তাতে পুলিশ বাধা দিলে সাময়িক উত্তেজনা ছড়ায়। তবে বিক্ষোভকারীদের সরিয়ে বাস চলাচল স্বাভাবিক রাখতে সচেষ্ট হয় পুলিশ। আর বালুরঘাট শহরে বিজেপির মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক, লাঠিচার্জ করা হয় বলে খবর। তার প্রতিবাদে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, পুলিশ দলদাসের মতো কাজ করছে। বিরোধীদের যে কোনও কর্মসূচিতেই বাধা দেওয়া হচ্ছে। এছাড়া শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে হিলকার্ট রোডে বিজেপি মিছিলে শামিল হয়। অভিযোগ, এই মিছিল থেকে জোর করে খোলা দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

হাওড়ার শানপুর মোড়ে বিজেপির অবরোধ দমনে পুলিশ কড়া পদক্ষেপ নেয়। মিছিল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ছড়িয়ে পড়ে উত্তেজনা। নন্দীগ্রামেও বনধের প্রভাব পড়েছে। বন্ধ নন্দীগ্রাম-চণ্ডীপুর বাস চলাচল। এলাকায় চলছে না অটো, টোটোও। যদিও পরিবহণ সচল রাখতে আগেই ব্লু-প্রিন্ট ছকেছিল প্রশাসন। সেইমতো যানবাহন চালাতে তৎপরতা রয়েছে পরিবহণ বিভাগের তরফেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বৃদ্ধির আশঙ্কা করছেন আমজনতা।

শহর কলকাতায়ও বিজেপি বনধের খণ্ড খণ্ড ছবি দেখা মিলছে । এদিন হাজরায় বিজেপির মিছিলে পুলিশের বাধা, যাদবপুরে পথ অবরোধ, শহরে বনধের মিশ্র প্রভাব পড়েছে । বিজেপির মিছিল ঘিরে খিদিরপুর মোড়ে পথ অবরোধ। সকাল থেকে মোতায়েন ছিল পুলিশ। বেশ কয়েকজন কর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ।
বেহালায় বিজেপির পথ অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করেছে।

উল্লেখ্য, পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্য জুড়ে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। কিন্তু শহর কলকাতায় তার বিশেষ প্রভাব পড়েনি। বাস চলাচল প্রায় স্বাভাবিক। বনধ জেনেও অফিস, কাছারিতে বেরিয়েছেন মানুষ। বনধ মোকাবিলায় প্রস্তুত প্রশাসনও। বিজেপির বনধ ঠেকাতে কঠোর পদক্ষেপ করেছে নবান্ন। জোর করে বনধ করলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। জেলাশাসক ও মুখ্যসচিবদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বনধ সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নেমেছেন। গতকাল রাজ্য নির্বাচন কমিশনের দফতরেও যায় বিজেপি-র প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্য নেতা শিশির বাজোরিয়া, বিধায়ক অগ্নিমিত্রা পাল। কমিশনে চিঠি দিয়ে ১০৮ পুরসভার ভোটই বাতিলের দাবি জানিয়েছে বিজেপি।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!