Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৪, ২০২৩

দিনহাটায় এক ব্যক্তির বাড়িতে বোমা বিস্ফোরণ, দুই শিশু সহ আহত ৪

আরম্ভ ওয়েব ডেস্ক
দিনহাটায় এক ব্যক্তির বাড়িতে বোমা বিস্ফোরণ, দুই শিশু সহ আহত ৪

প্রতীকী চিত্র

মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় একটি বাড়িতে বোমা ফেটে আবার ৪ জন জখম হওয়ার ঘটনা ঘটল। পঞ্চায়েত ভোটের চারদিন আগে দিনহাটায় চার জন আহত হলেন কোচবিহারের দিনহাটায়। আহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আহতের সংখ্যা বাড়তে পারে।
এই বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

স্থানীয় সূত্রে  জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ পুলিশ জানতে পারে ৪-৫টি বোমা বিস্ফোরণ ঘটেছে দিনহাটার গোসানিমারি এলাকার ছোট নাটাবাড়িতে। সাত্তার মিয়া নামে ওই এলাকার এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ। এই ঘটনার ফলে জখম হন সাত্তার এবং মুজফ্‌ফর মিয়া নামে দুই প্রৌঢ়। এ ছাড়া লতিফ মিয়া এবং লুতফর মিয়া নামে দুই শিশুও বিস্ফোরণে জখম হয়েছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। জখম দুই শিশুর মা লুতফা বিবি জানান, ‘‘কেউ বাড়িতে বোমাগুলি রেখে গিয়েছিল। আমার ছেলেরা বল মনে করে খেলছিল। তাতেই বোমা ফেটে আমার দুই ছেলে জখম হয়েছে।’’

এই বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন। কী ভাবে সাত্তারের বাড়িতে বোমা এল তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বোমা বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শীদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!