- স্মৃ | তি | প | ট
- জানুয়ারি ২১, ২০২২
সাম্বা গানের সম্রাজ্ঞী এলজা প্রয়াত। মহান মহিলার মৃত্যুতে শোকমগ্ন ব্রাজিল ।

ব্রাজিলের জনপ্রিয় সাম্বা গায়িকা এলজা সোয়ারেস মারা গেলেন । বয়স হয়েছিল ৯১ । দেশে এবং দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষ ছিল তাঁর একান্ত অনুরাগী। বর্ণ বৈষম্য, সামাজিক অনাচার আর রাষ্ট্রীয় উৎপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিল তাঁর কণ্ঠস্বর । ৩৬ টি অ্যালবামের গায়িকার মৃত্যুতে ব্রাজিল শ্রোকস্তব্ধ । স্রোয়ার্স পরিবারের সদস্যরা বলেছেন—সঙ্গীতের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন তিনি । এলজা বলতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গান গাইবেন । তাঁর বাস্তব জীবনে এটাই ঘটল ।
১৯৩০ সালে শ্রমিক পরিবারে জন্ম । চূড়ান্ত দারিদ্রতা অতিক্রম করে বড় হয়েছেন । ২০১৬ সালে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এলজার সাম্বা গান স্মরণীয় হয়ে আছে । তাঁর কণ্ঠে কণ্ঠ রেখে মেতে উঠেছিল খেলার মাঠ । কূষ্ণাঙ্গ মহিলা অন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন কিংবদন্তী শিল্পী । ১৯৬৬ সালে বিয়ে করেন ফুটবল তারকা ম্যান গেরিচাকে । যিনি ১৯৫৮ ও ১৯৬২ সালের ফুটবল বিশ্বকাপে পেলের সঙ্গে ছিলেন । ১৭ বছর দাম্পত্য জীবনের পর গেরিচার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় । ৮৩ সালে যেদিন তিনি মারা যান । ৩৯ বছর পর একই দিনে মূত্যু হয় এলজারও । ব্রাজিলের ভূতপূর্ব প্রেসিডেন্ট লুইজ সিলবা বূহস্পতিবার টুইটার বার্তায় শ্রদ্ধা জানিয়ে বলেছেন, আনরা শুধু একজন গুণী ও জনপ্রিয়তম শিল্পীকে হারাই নি। হারিয়েছি এই সময়ের একজন শ্রেষ্ঠ মহিলাকে । যিনি ছিলেন গণতন্ত্রের অদম্য প্রহরী ।
❤ Support Us