- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ৫, ২০২৪
সামরিক সম্মান পেলেন বিটিএস-র জে হোপ

দঃ কোরিয়ার কে-পপের জনপ্রিয় দল ‘বিটিএস’-র সদস্য জে হোপ, সেনাবাহিনী আয়োজিত এক প্রতিযোগিতায় সেরার পুরস্কার জিতেছেন। দেশের সেনাবাহিনীর হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি কৃতার্থ হয়েছেন বলে জানিয়েছেন । এ সংক্রান্ত একটি ভিডিও ঝড়ের গতিতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ।
জে হোপ ২০২৩ সাল থেকে বাধ্যতামূলক সেনাপ্রশিক্ষণে নিযুক্ত আছেন। সম্প্রতি তাঁর পদোন্নতিও হয়েছে। তাঁর বক্তব্যে সামরিক বাহিনীতে একজন নতুন সৈনিক হিসাবে তার অভিজ্ঞতার বিষয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি। ‘সেনাবাহিনীতে শিক্ষামূলক উপকরণ রূপে বিটিএস-ভিডিও ,ছবি খুঁজে পেয়েছি, যেগুলি নয়া নিযুক্ত সৈন্যদের একাগ্রতা বাড়াতে সহায়তা করছে। প্রতিবার এমন প্রশিক্ষণ শিবির হয়। তারপর যে যার মতো নিয়োগ পেয়ে ছড়িয়ে পড়ে। তাঁরা জানিয়েছেন যে আমার সঙ্গে সময় কাটাতে পেরে তাঁরা সম্মানিত বোধ করেছেন। আমার তখন মনে হচ্ছিল যে, আমি আমার জীবনের প্রথম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যাদের সঙ্গী হিসেবে পেলাম, তাঁরা ভবিষ্যতে দেশের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে,’ বললেন উচ্ছ্বসিত শিল্পী। চলতি বছরের ১৭ অক্টোবর তাঁর প্রশিক্ষণের মেয়াদ শেষ হচ্ছে।
জে হোপ ৩৬তম রিক্রুট ট্রেনিং ব্যাটেলিয়নের একজন সহকারি প্রশিক্ষক। উল্লেখ্য প্রতিযোগিতাটি গত বুধবার কোরিয়ার রাজধানী সিওলের ওয়্যার মেমোরিয়ালে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানের বিষয় ছিল, ‘২০২৪ স্ট্রং ওয়ারিয়র আর্মি।’ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দক্ষিন কোরিয়ার ১৭০জন সেনাকর্মী ও সিভিলিয়ান কর্মী।
❤ Support Us