Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৯, ২০২৩

ঘোষিত দল, আসন্ন রনজি মরশুমে মন্ত্রী মনোজের ওপরই ভরসা রাখলেন নির্বাচকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘোষিত দল, আসন্ন রনজি মরশুমে মন্ত্রী মনোজের ওপরই ভরসা রাখলেন নির্বাচকরা

গত মরশুমে দুর্দান্ত খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। রনজি জয়ের খরা মেটাতে আবার সেই মন্ত্রী মনোজ তেওয়ারির ওপরই ভরসা রাখল সিএবি। আসন্ন রনজি মরশুমে তিনিই বাংলাকে নেতৃত্ব দেবেন।

শুক্রবার প্রথম দুটি ম্যাচের জন্য বাংলার ১৮ জনের দল বেছে নেওয়া হয়েছে। দলে নতুন মুখ সৌরভ পাল, সুরজ সিন্ধু জয়সওয়াল ও শ্রেয়ানশ ঘোষ। ঘোষিত ১৮ জনের দলে সুযোগ পেয়েছেন:‌ মনোজ তেওয়ারি (‌অধিনায়ক)‌, অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল (‌উইকেটকিপার)‌, সৌরভ পাল (‌উইকেটকিপার)‌, শ্রেয়ানস ঘোষ, রণজ্যোত সিং খাইরা, শুভম চ্যাটার্জি, আকাশ দীপ, ইশান পোড়েল, প্রদীপ্ত প্রামানিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রায় বর্মন, সুরজ সিন্ধু জয়সওয়াল, সুমন দাস।

ক্লাব ক্রিকেটে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন সৌরভ পাল। অন্যদিকে, কাস্টমসের হয়ে ভাল বোলিং করেছেন সুরজ সিন্ধু জয়সওয়াল। এই দুই তরুণ ক্রিকেটার ভাল খেলার পুরস্কার পেলেন। তবে রণজ্যোত সিং খাইরাকে নিয়ে প্রশ্ন উঠছে। আগেও তিনি সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। সিএবি–র যুগ্ম–সচিব দেবব্রত দাসের ক্লাবে খেলেন বলে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত থাকার জন্য প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবে না অভিমন্যু ঈশ্বরণ ও মুকেশ কুমারকে। বাংলার কাছে এটা বড় ধাক্কা।

এবছর অ্যাওয়ে ম্যাচ দিয়ে রনজি অভিযান শুরু করছে বাংলা। প্রথম ম্যাচ ৫ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। ২ তারিখ দল বিশাখাপত্তনম উড়ে যাবে। বাংলার পরের ম্যাচ উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ১২ জানুয়ারি থেকে কানপুরে।

একনজরে দেখে নেওয়া যাক বাংলার রনজি সুচি:‌

●‌ ৫–৮ জানুয়ারি:‌ অন্ধ্রপ্রদেশ বনাম বাংলা (‌বিশাখাপত্তনম)‌

● ১২–১৫ জানুয়ারি:‌ উত্তরপ্রদেশ বনাম বাংলা (‌কানপুর)‌

● ১৯–২২ জানুয়ারি:‌ বাংলা বনাম ছত্তিশগড় (‌কলকাতা)‌

● ২৬–২৯ জানুয়ারি:‌ আসাম বনাম বাংলা (‌গুয়াহাটি)‌

● ২–৫ ফেব্রুয়ারি:‌ বাংলা বনাম মুম্বই (‌কলকাতা)‌

● ৯–১২ ফেব্রুয়ারি:‌ কেরালা বনাম বাংলা (‌ত্রিবান্দ্রম)‌

● ১৬–১৯ ফেব্রুয়ারি:‌ বাংলা বনাম বিহার

(‌কলকাতা)‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!