Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৭, ২০২৫

‌আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল, আসছেন পাঞ্জাবি র‌্যাপার করণ আউজলাও

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল, আসছেন পাঞ্জাবি র‌্যাপার করণ আউজলাও

মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধন ছিল ম্যাড়মেড়ে। আইপিএলের উদ্ধোধন তো আর ম্যাড়মেড়েভাবে করা যায় না। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। ২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন মাতাবেন শ্রেয়া ঘোষাল। আর গৃহকর্তা হিসেবে শাহরুখ খান তো থাকবেনই। জুড়ি হিসেবে থাকার কথা জুহি চাওলারও। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
২০২৩ সালের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ মাতিয়েছিলেন বাঙালী গায়ক অরিজিৎ সিং। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল এবারও তাঁকে উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে আসার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর, এবার অরিজিতের পরিবর্তে আর এক বাঙালী গায়িকা শ্রেয়া ঘোষালই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন। শোনা যাচ্ছে, দিশা পাটনীও আসতে পারেন। শ্রেয়া ঘোষালের গানের সঙ্গে দিশা পাটনীর নাচ দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হতে চলেছে। এছাড়া করণ আউজলারও ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা। এই পাঞ্জাবি র‌্যাপ গায়ক দেশ–বিদেশে দারুণ জনপ্রিয়।
গতবছর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। তাই এবছর উদ্বোধনী অনুষ্ঠান ইডেনেই হচ্ছে। নাইট রাইডার্স মালিক শাহরুখ খানের তাই বাড়তি দায়িত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বরকর্তা হিসেবেই সামাল দেবেন। তবে কোনও পারফর্ম করবেন না। শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলাও থাকার কথা। যদি শাহরুখ, জুহি মঞ্চে ওঠেন, সেটা হবে দর্শকদের কাছে বাড়তি পাওনা। মঞ্চে ওঠাটা অবশ্য শাহরুখ খানের হাতে নেই। গোটা অনুষ্ঠানের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। বোর্ড যদি শাহরুখকে মঞ্চে ডাকে, তাহলেই তিনি উঠবেন।
২২ মার্চ ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে ৭টা থেকে। টস হবে ৭টায়। তার আগেই উদ্ধোধনী অনুষ্ঠান। সূত্রের খবর সন্ধে ৬টা থেকে অনুষ্ঠান হতে পারে। ৪৫ মিনিটের অনুষ্ঠান হওয়ার কথা। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের হাজির থাকার কথা। এছাড়া বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজির অধিনায়করাও উপস্থিত থাকবেন উদ্বোধনে। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি নিয়ে ঢুকবেন নাইট রাইডার্স অধিনায়ক। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!