- টে | ক | স | ই
- এপ্রিল ৯, ২০২২
১০৭ বছরে নতুন দাঁত! ধুমধাম করে অন্নপ্রাশন হল শতবর্ষ পেরোনো বৃদ্ধের
১০৭ বছররে তারাপদ হাজরা তাঁর অন্নপ্রাশন অনুষ্ঠানে খাওয়ার টেবিলে।
গায়ে নতুন ধুতি-পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। চেয়ারে বসে আছেন তারাপদ হাজরা । তাঁর সামনে রাখা হয় পায়েস মাছ-মাংস-দই-মিষ্টি সহ নানারকম পদ। ১০৭ বছরের ‘শিশু’র অন্নপ্রাশনের আয়োজন! অবাক হচ্ছেন, এটাই সত্য। এমনই অভিনব আয়োজনে কব্জি ডুবিয়ে খেলেন প্রতিবেশী থেকে ছেলে মেয়ে নাতি-নাতনিরা।
ঠিক শিশুর মতোই ১০৭ বছরের বৃদ্ধের মুখে তুলে দেওয়া হয় পায়েস। এলাহি অনুষ্ঠানের আয়োজন হয়েছে হাওড়ার উদয়নারায়নপুরে । কিন্তু এমন ঘটা করে ‘অন্নপ্রাশন’ হওয়ার কারণটা কী? আসলে তারাপদ হাজরার ১০৭ বছর বয়সে আবার দাঁত বের হচ্ছে। তাঁর তিনটি নতুন দাঁত বেরিয়েছে। ফোকলা গালে আবার নতুন করে দাঁত গজানোর আনন্দেই পরিবারের লোকেরা তাঁর অন্নপ্রাশন করলেন।তারাপদবাবুর বাড়ি উদয়নারায়নপুরের সোনাতলা করাতিপাড়ায়। আজকের দিনেই তিনি ১০৭ বছরে পা দিলেন। তারাপদবাবুর এক ছেলে সুকুমার হাজরা। তাঁর আবার এক মেয়ে ও তিন ছেলে। তারাপদবাবুর স্ত্রী চানকী হাজরা বছর ছয়েক আগে মারা গিয়েছেন। সুকুমার বাবু বলেছেন, ‘এই বয়সেও বাবার কোনও শারীরিক সমস্যা নেই। মায়ের মৃত্যুর পর বাবা কিছুটা ভেঙে পড়েছিলেন। তবে কিছুদিন পর তিনি স্বাভাবিক হন।’
তারাপদবাবুর অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে পাড়া জুড়ে ছিল সাজ সাজ রব। বড় প্যান্ডেল। আমন্ত্রিত শ’চারেক লোক। ভাত, আলুভাজা, মুগেরডাল, সুক্তো, মাছের একাধিক পদ, চিকেন, পায়েস দই ও মিষ্টি।
১০৭ বছর বয়সে নতুন দাঁত কি সত্যিই বের হয়? দন্ত চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাভাবিক কিছু নয়। এমনটা হতেই পারে। মেডিক্যাল পরিভাষায় একে বলা হয় ‘সুপারনিউমেরারীটুথ’। দন্ত চিকিৎসকদের মতে, এই বয়সে মাড়ি শুকিয়ে যায়। তবে দাঁত পড়ে গেলেও দাঁতের অঙ্কুর থেকে যায়। অনেক দিন পর সেখান থেকেই নতুন করে দাঁত বের হয়।
❤ Support Us