শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
শুক্রবার সকালে মৃত্যু হল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহীর ।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহী, নাম নদী মারা গেল। শুক্রবার, ২২ এপ্রিল ভোর ৬টার তার মৃত্যু হয়। পার্ক প্রধান মো. মাজহারুল ইসলাম জানান, গত ২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরুষ সিংহ সম্রাটের সঙ্গে মারামারি করে নদী। দুজনেই আঘাত পায়। চিকিৎসায় উভয় সিংহ সুস্থ হয়ে উঠে। এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি সম্রাট ও নদী আবারও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নদী আহত হয়। তার গলার নিচে ক্ষত তৈরি হয়। চিকিৎসায় সম্রাট সুস্থ হয়ে উঠলেও নদীর গলার নিচের ক্ষত বেড়ে সেখান থেকে রস গড়াতে থাকে। জল ঝরা বন্ধ না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে নদীকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু চিকিৎসায় তেমন সাড়া দেয় নি নদী। অবশেষে ২৭ মার্চ থেকে একেবারে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় সিংহীটি। তখন আবারও ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে নদীকে চিকিৎসা দেওয়া হয়।
অসুস্থ অবস্থায় নদীকে চিকিৎসা দিচ্ছে মেডিক্যাল বোর্ডের দক্ষ চিকিৎসকেরা ।
পার্কের ইনচার্জ মাজহারুল ইসলাম আরও জানান, রোগের উন্নতি না হয়ে নদী আরও দুর্বল হয়ে পড়ে। গত ২৮ মার্চ নদীর রক্ত ও ক্ষতস্থানের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো করা হয়। গত ১২ এপ্রিল পাওয়া টেস্ট রিপোর্টের ফলাফলে মেডিকেল বোর্ড উল্লেখ করে সিংহীটির ক্ষতস্থান থেকে শরীরে ক্ষতিকর ভাইরাস ছড়িয়েছে। আজ সকালে নদীর মৃত্যু হয়।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34