Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৫

বোনাস নিয়ে বিচিত্র বিধান চিনা কম্পানির

আরম্ভ ওয়েব ডেস্ক
বোনাস নিয়ে বিচিত্র বিধান চিনা কম্পানির

বছর শেষে কর্মচারীদের অভিনব বোনাস চীনের এক ক্রেন কোম্পানির। টেবিলে সাজিয়ে রাখা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মচারীরা যতটা গণনা করতে পারবেন, সেই অর্থ তাঁর। আর এভাবেই ১৫ মিনিটে কর্মীদের ভান্ডারে ১১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা বোনাস। কর্মীদের বোনাস নেওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
চীনের হেনান মাইনিং ক্রেন কোম্পানি লিমিটেড বছর শেষে কর্মীদের জন্য বোনাসের ব্যবস্থা করেছে। টেবিলে নগদ টাকা সাজিয়ে রাখা হয়েছিল। কোম্পানির শর্ত ছিল, ১৫ মিনিটের মধ্যে যতটা গণনা করতে পারবেন, ততটা বাড়ি নিয়ে যেতে পারবেন কর্মীরা। কর্মীদের বোনাসের টাকা গণনার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বরাদ্দ সময়ে একজন কর্মচারী ১ লক্ষ ইউয়ান সংগ্রহ করেছেন বলে জানা গেছে। ভারতীয় মুদ্রায় প্রায় ১২.‌০৭ লক্ষ টাকা।
Douyin এবং Weibo–এর মতো চীনা সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে প্রথমে সেই বোনাস গণনার ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ক্লিপটি একটি বিশাল টেবিল জুড়ে ছড়িয়ে থাকা টাকার স্তুপ থেকে কর্মচারীদের যতটা সম্ভব টাকা হাতিয়ে নিতে দেখা গেছে। ভিডিওর পাশের নোটে লেখা আছে, ‘‌হেনান কোম্পানি তার বছরের শেষ বোনাসের জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। কর্মচারীরা যতটা গণনা করতে পারবে, ততটাই নগদ বাড়িতে নিএ যাতে পারবে।’‌
হেনান কোম্পানির এই বোনাস দেওয়ার পদ্ধতি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। অনেকেই হতবাক এবং বিস্মিত। কেউ কেউ এই ধারণার সমালোচনাও করেছিলেন। কেউ কেউ কোম্পানির উদারতার প্রশংসা করলেও অন্যরা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। একজন ব্যবহারকারী বলেছেন, ‘‌এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং দুর্দান্ত।’‌ আরেকজন যোগ করেছেন, ‘‌এই ধরনের কাগজপত্র আমি চাই, কিন্তু কোম্পানির অন্য পরিকল্পনা ছিল।’‌ একজন মন্তব্য করেছেন, ‘‌এই সার্কাসের পরিবর্তে কোম্পানি কর্মচারীর অ্যাকাউন্টে জমা দিতে পারত। এটা একপ্রকার অপমানজনক।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!