Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৯, ২০২৪

টিফিনের পয়সায় দুঃস্থ সহপাঠীদের পুজোর জামা-প্যান্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
টিফিনের পয়সায় দুঃস্থ সহপাঠীদের পুজোর জামা-প্যান্ট

উৎসবের অন্য অভিমুখ রচনা করল ষষ্ঠ শ্রেণীর জনা সাতেক পড়ুয়া। অনিদিত্য, শুভ্র, সায়ন, সৌম্য, কৃষ্ণেন্দু, সংগ্রাম আর রাজেন্দ্র। তাদের সৌজন্যে কাটোয়া ২নং ব্লকের এসটিকেকে রোড লাগোয়া আখড়া হাই স্কুলের পূজাবকাশের ছুটির শুরুয়াত সাক্ষী রইল অন্তরে নাড়া দেওয়া এক উৎসবের।
কী সেই পরব? এ পরবের সলতে পাকানো শুরু মাস চারেক আগে। পুজোয় কার ক’টা জামা-প্যান্ট হবে, সেই আলোচনা থেকে নিজেদের সযত্নে দূরে সরিয়ে রাখা মলিন মুখের রেখা-গণিত অনিদিত্য-শুভ্রদের পোশাকের আনন্দ-আলোচনা থেমেছিল বাধ্য হয়েই। কৃষ্ণেন্দু-রাজেন্দ্রদের মনে হয়েছিল, এ আলোচনার পরিবেশ সেই শ্রেণীকক্ষ নয়। আলোচনার মোড় ঘুরেছিল ১৮০ ডিগ্রি। ষষ্ঠ শ্রেণীর ‘সপ্তরথী’ পণ করে, আপাতত বন্ধ হলেও এমন কিছু করতে হবে যাতে সকলেই পুজোর নতুন পোশাকের আড্ডায় শামিল হয়। বাড়িতে বলা যাবে না। হয়ত ‘দয়ার সাগর’ বলে ঠাট্টা জুটবে। তাই ৭ পড়ুয়া সিদ্ধান্ত নেয়, হাতখরচ, টিফিন বা বাড়িতে আসা কোনও অতিথি বিদায় নেওয়ার সময় হাতে যে টাকা গুঁজে দেন, সেসব জড়ো করে নয়া পোশাকের গল্পের আবহকে দূরে ঠেলা ৯ জন পড়ুয়ার জন্য উৎসবের নতুন পোশাক কেনা হবে। পুজো মণ্ডপের ভিড়ে তারা যেন ‘অড বয়েজ আউট’ জিজ্ঞাসার জবাব না হয়। খুদে পড়ুয়াদের এই সিদ্ধান্ত আর তলে তলে জোগাড়-যন্তরের খবর কী করে যেন স্কুলের স্যর-ম্যাডামদের কানে চলে যায়। তারা একদিন ‘ঘেরাও’ করেন ‘সপ্তরথী’কে। ‘তোরা যে কাজ করছিস, তাতে আমাদের সঙ্গে নিবি না?’ শিক্ষক-শিক্ষিকাদের এই আবেদনে ছাত্রদের প্রতি তারিফ-কৃতজ্ঞতা-আবদার-আন্তরিকতা একাকার। ‘যখন ম্যাডামরা এসে আমাদের পাশে দাঁড়াতে চাইলেন, মনে হচ্ছিল আমাদের মা।’ ছলছল চোখে কবুল সায়ন-সৌম্যদের। তাদের ইচ্ছে পূরণে সবার অজান্তে স্কুল তখন একান্নবর্তী পরিবার হয়ে ওঠে। সেই পরিবারের সমস্ত শিশু-কিশোরই পুজোতলায় নতুন পোশাকে দাঁড়াবে। উৎসবের ছুটি পড়ার আগে শেষ দিনের স্কুলে নয়া পোশাক তুলে দেওয়া হল ৯ খুদে পড়ুয়াদের হাতে। চওড়া হল আনন্দের পরিসর।
ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নির্মল নন্দীর উপলব্ধি, ‘পৃথিবী যেখানে ক্রমশ ছোট হয়ে আসছে, সেখানে সবাইকে উৎসবের অপার আনন্দ দেওয়ার ভাবনা ও তা রূপায়ণের জন্য ওইটুকু ছেলেদের সাধুবাদ।’ হৃদয়ের অনুশীলনই যে আসল শিক্ষা, তা নিরুচ্চারে ছড়াল দান আর গ্রহণের আবহে। আনন্দে চোখ ভিজল দাতাদের। নতুন পোশাকের প্যাকেটও সোঁতা হল গ্রহীতার নন্দিত নয়নজলে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!