Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৬, ২০২৪

রামমন্দিরের উদ্বোধন কে ভোটের আগে ‘গিমিক’ বলে কটাক্ষ মমতার। ২২ জানুয়ারি কলকাতায় সংহতির মিছিলে সবার সঙ্গে হাঁটবেন তৃণমূল নেত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
রামমন্দিরের উদ্বোধন কে ভোটের আগে ‘গিমিক’ বলে কটাক্ষ মমতার। ২২ জানুয়ারি কলকাতায় সংহতির মিছিলে সবার সঙ্গে হাঁটবেন তৃণমূল নেত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” এই ভাবনা কে সামনে রেখে ২২ জানুয়ারি কলকাতায় সংহতি মিছিলের ডাক দিলেন, এ মিছিলে শব ধর্মের মানুষ কে নিয়ে তিনি পার্ক সার্কাস পর্যন্ত নিজেও হাঁটবেন। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মমতা জানিয়েছেন ২২ জানুয়ারি আমরা সংহতি মিছিলে হাঁটবো। প্রথমে আমি একা কালীঘাটে যাব। তারপর হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত যাবে সব ধর্মের মানুষকে নিয়ে হেঁটে যাব। পথে মন্দির, মসজিদ, গির্জা পড়বে। সবাইকে মিছিলে আসতে আহ্বান জানাচ্ছি। তৃণমূল এই মিছিলের উদ্যোক্তা করবে। সব জেলায় এদিন সংহতির মিছিল হবে আমার দলের উদ্যোগে। সব মিছিলেই সব ধর্মের মানুষ যোগ দেবেন। আমি কারও পাল্টা কোন কর্মসূচি করছি না। সাধু-সন্তদের সম্মান করি।”

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে নবান্নে এদিন মমতা বলেছেন, “সব টাকা আটকে দিয়েছে। রাজ্যটা চলবে কী করে? আমি কষ্ট করে চালাই। সিপিএম আমলে কেউ কি ১ তারিখ মাইনে পেয়েছে? আমি আসার পর সবাই মাসের প্রথম দিন মাইনে পেয়ে যান। কারও পেনশন আটকে নেই।”

মুখ্যমন্ত্রী সরাসরি বললেন, “অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। আমি কারও কাছ থেকে এক পয়সার চা খাইনি। সাত বারের সাংসদ। পেনশনের টাকা নিই না। মুখ্যমন্ত্রীর মাইনেও নিই না। সেসব টাকা নিলে কত হত? একবেলা খাই। শোবার ঘর একটি। অনেকের তো তাও নেই। কেন্দ্রে ৪০% বেকারের সংখ্যা বেড়েছে রাজ্যে কমেছে ৪০%। কেন্দ্র আমাদের ১০০ দিনের কাজের টাকা আটকে দিচ্ছে। তাও আমরা কাজ করে যাচ্ছি।”

আগামী ২৫ জানুয়ারি বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসে সফল খেলোয়ারদের পুরস্কার দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে পুরস্কারের অর্থ মূল্য তুলে দেওয়া হবে ক্রিতি খেলোয়াড়দের হাতে – জানালেন মুখ্যমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!