- বি। দে । শ
- নভেম্বর ৬, ২০২৪
চট্টগ্রামে সাম্প্রদায়িক হিংসা, আহত ১৫০

মঙ্গলবার রাতে বাংলাদেশের চট্টগ্রামে ইসকন সমর্থকদের সঙ্গে জামায়েতি ইসলামী সমর্থকদের সংঘর্ষ চলাকালীন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। এই ঘটনায় প্রায় দেড়শ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছোড়া অ্যাসিডে দুজন পুলিশ কর্মীও আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত চট্টগ্রামের হাজারি গলি এলাকায়। কয়েকদিন আগে এই এলাকার ব্যবসায়ী মহম্মদ ওসমান সোশ্যাল মিডিয়ায় ইসকনের নিন্দা করে একটা পোস্ট করেন। তাঁর সেই পোস্টে ক্ষিপ্ত হয়ে ওঠেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। হাজারি গলি এলাকায় ব্যবসায়ী মহম্মদ ওসমানের দোকান রয়েছে। হিন্দুরা সম্মিলিতভাবে তাঁর দোকানে আক্রমণ চালিয়ে ভাঙচুর করেন। এরপর চাপের মুখে নিজের ভুল স্বীকার করে মুচলেকা দেন ওসমান।
উত্তেজনা তখনকার মতো থেমে গেলেও কিছুক্ষণ পরেই পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযোগ জামায়েতি ইসলামীর চাপেই পুলিশ সেখানে হাজির হয়েছিল। এরপর পুলিশ ভাঙচুরের ঘটনার ভিডিও দেখে গ্রেফতার শুরু করে। এরপরই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। চরম উত্তেজনায় ছড়ায়। হিন্দুরা প্রতিরোধ শুরু করে। এরপরই ইসকন সমর্থকদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়। গভীর রাত পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ চলে। বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে ১৫০ জন আহত হন।
হাজারি গলি এলাকায় অধিকাংশই সোনা ও ওষুধের দোকান। আর এই দোকানগুলির পাশে ৮০ শতাংশ হিন্দুদের। দীর্ঘদিন ধরেই জামায়েতি ইসলামীর লোকজন ওই এলাকায় ব্যবসার ওপর আধিপত্য দেখানোর চেষ্টা করছে। হিন্দুদের অভিযোগ সেনা ও পুলিশকে কাজে লাগিয়ে সমর্থকরা এলাকার ব্যবসার দখল নিতে চাইছে।
❤ Support Us