- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৩, ২০২৪
মনিপুরে সাম্প্রদায়িক উসকানি, নতুন করে অশান্তির আশঙ্কা
দীর্ঘদিন ধরে জাতি হিংসায় জর্জরিত মনিপুরে কিছুটা শান্তি এসেছিল। আবার নতুন করে জাতিগত হিংসার উস্কানি সামনে এসে পড়েছে। আর এই উত্তেজনা তৈরি হয়েছে মইরাং শহরের কাছে এক পাহাড়ের ওপর একটা ক্রুশ স্থাপনকে কেন্দ্র করে। ওই পাহাড়ে একটা মন্দির রয়েছে। যেখানে মেইতেই সম্প্রদায়রা পুজো করেন।
মনিপুরের রাজধানী ইম্ফল থেকে ৬০ কিমি দুরে বিষ্ণুপুর জেলার হ্রদের তীরে থাংজিং পাহাড়ে ২ হাজার বছরের একটা মন্দির রয়েছে। সেখানে উপজাতিরা পুজো করে। উপজাতিরা এই পাহাড়টিকে থাংটিং নামে ডাকে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে একজন পুরোহিত অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন লোকসহ একটা ক্রুশ পাহাড়ের ওপর নিয়ে যাচ্ছে। সেই ক্রুশটি পাহাড়ে বসিয়ে সেখানে প্রার্থনা করতেও দেখা গেছে। সশস্ত্র ব্যক্তিরা বিদ্রোহী বলে সন্দেহ করা হচ্ছে। যারা রাজ্য সরকার এবং কেন্দ্রের সাথে এক ত্রিপাক্ষিক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।
পাহাড়টি একচেটিয়াভাবে মেইতিদের পবিত্র স্থান, কুকি–জো উপজাতিরা মানতে চায় না। তবে কুকি–জো ‘গ্রুপ ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম’–এর মুখপাত্র জিনজা ভুয়ালজং মেইতেই সম্প্রদায়ের কোনও পবিত্র স্থান দখলের বিষয়টি অস্বীকার করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ক্রুশটি খ্রিস্টান ধর্মের প্রতীক এবং এটা সব খ্রিস্টানের বাড়িতে দেখা যায়। থাংজিং পাহাড়ে একটি ক্রুশ স্থাপন করাও আমাদের বিশ্বাস এবং ধর্ম দেখানোর একটি রূপ। এটি অন্য কোনও ধর্মের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। থাংজিং একটি খ্রিস্টান স্থান এবং ক্রুশ স্থাপন করা কেবলমাত্র বিশ্বাসের একটি প্রদর্শন।’
❤ Support Us