Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২২, ২০২৪

আইপিলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই–বেঙ্গালুরু। নেতৃত্বে না থাকলেও নজর ধোনি–কোহলির দিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই–বেঙ্গালুরু। নেতৃত্বে না থাকলেও নজর ধোনি–কোহলির দিকে

আজ ঢাকে কাঠি পড়ছে আইপিএলের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। চেন্নাই ও বেঙ্গালুরুর লড়াই ছাপিয়ে উঠে আসছে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তীর লড়াই। একদিকে মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে বিরাট কোহলি। যদিও দুজনই দলের নেতৃত্বে নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স যেমন নামবে ফাফ ডুপ্লেসির নেতৃত্বে, তেমনই চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের কাছে আজ প্রথম পরীক্ষা।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস এককথায় প্রতিরোধ্য। আজ যে ঋতুরাজ গায়কোয়াড় বাহিনী এগিয়ে থেকে মাঠে নামবে, সেকথা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংস অনেকটাই এগিয়ে। ৩১ বারের সাক্ষাৎকারে চেন্নাই জিতেছে ২০ বার, ১০টি ম্যাচে জিতেছে বেঙ্গালুরু। ১টি ম্যাচে ফলাফল হয়নি। চিপকের মাঠে বেঙ্গালুরুর শেষ জয় এসেছে ২০০৮ সালে।

বেঙ্গালুরুকে ইতিহাস বদলাতে গেলে বাড়তি দায়িত্ব নিতে হবে বিরাট কোহলিকে। কিন্তু চিপকের মাঠে কোহলির পারফরমেন্স একেবারেই ভাল নয়। তাছাড়া কোহলি দীর্ঘদিন ক্রিকেটের বাইরে। প্রথম ম্যাচে কতটা মানিয়ে নিতে পারেন, সেটাই দেখার। তবে ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পতিদার, দীনেশ কার্তিকের মতো ব্যাটারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে। ক্যামেরন গ্রিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

মহেন্দ্র সিং নেতৃত্ব ছাড়লেও তাঁর মাঠে থাকাটা চেন্নাইকে সুবিধা দেবে। নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় সাহায্য পাবেন ধোনির কাছ থেকে। ব্যাটিংয়ে ঋতুরাজ ছাড়া চেন্নাইয়ের ভরসা ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, শিবম দুবেরা। এছাড়াও রয়েছেন মইন আলির মতো অলরাউন্ডার। চিপকের উইকেটে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এছাড়াও রয়েছেন মিচেল স্যান্টনারের মতো স্পিনার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!