- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১৭, ২০২৫
ইয়েমেনে হুতিদের ওপর মার্কিনী বিমান হামলা, নিহত ৫৩

ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বাহিনী সেন্টকমের এই বিমান হামলায় ৫ মহিলা ও ৫ শিশুসহ কমপক্ষে ৫৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে।
২০২৩ সালের শেষ দিক থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের দাবি, গাজায় ইজরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে। হুতিদের আক্রামণের হাত থেকে মার্কিন জাহাজও রক্ষা পায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুতি বিদ্রোহীদের সতর্ক করে দিয়েছিলেন। তাতেও কাজ হয়নি। এরপর হুতিদের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প।
১৫ মার্চ ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দেন হুতিদের ওপর আক্রমণ করার। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীকে ইয়েমেনে হুতি সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের জাহাজ, বিমান এবং ড্রোনের বিরুদ্ধে জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদের এক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ইয়েমেনের রাজধানী সানা এবং সৌদি আরবের সীমান্তের কাছে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি সাদাসহ অন্যান্য প্রদেশগুলিতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এক্স–এ সেন্টকম একটা ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওতে মার্কিন সামরিক বিমানগুলি উড়তে দেখা গেছে। ভিডিওটি শেয়ার করার সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড লিখেছে, ‘সেন্টকম বাহিনী ইরান–সমর্থিত হুতি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।’ হামলার প্রতিক্রিয়ায়, হুতিদের রাজনৈতিক ব্যুরো চূড়ান্ত মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছে।
❤ Support Us