- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১০, ২০২৩
কামদুনিকাণ্ডের দোষীদের সাজা চেয়ে তৃণমূলের সমালোচনায় শুভেন্দুর মিছিল, পাল্টা এক্স হ্যান্ডেলে শুভেন্দুকে কামদুনি ইস্যুতে বিঁধলেন দেবাংশু

হাইকোর্টে কামদুনি মামলার রায় ঘোষণার পর থেকেই শোরগোল গোটা রাজ্যেজুড়ে । আদালতের রায়ে হতাশ কামদুনির প্রতিবাদীরা। তাঁরা এখন সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে গতরাতেই জেল থেকে ছাড়া পেয়েছে কামদুনির চার জন। আর এমন এক পরিস্থিতির মধ্যেই আজ কামদুনিতে মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। কামদুনির ঘটনায় এবার পথে নেমে প্রতিবাদে সামিল বঙ্গ বিজেপি। রাজারহাট থেকে কামদুনি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করছে বিজেপির মহিলা মোর্চা। কামদুনিতে বিজেপি মহিলা মোর্চার মিছিলে সামিল হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপির বেশ কয়েকজন বিধায়কও। এদিকে শুভেন্দু যখন এই মিছিল থেকে দোষীরা মুক্তি পাওয়ার জন্য তৃণমূলকে বিঁধে বক্তব্য রাখছেন, তখন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তাঁর এক্স হ্যান্ডেলে কাঁদুনি ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন।
Phiroze Eduljee: He is a pro-BJP lawyer, who always fights BJP-RSS & ED cases. This time he fought for the rapists of Kamduni in Calcutta HC. He is an expensive lawyer. Who paid his fees? Worth a story.
While Suvendu Adhikari is organising rallies & showering crocodile’s tears;…
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) October 10, 2023
শুভেন্দু এদিন মিছিল থেকে বলেন, “রাজ্যের তৃণমূল সরকার ধর্ষকদের রক্ষক। এখানে ভেরির থেকে আগে টাকা খেয়েছে সিপিএম, এখন টাকা খাচ্ছে তৃণমূল। আমরা সবাইকে হঠিয়ে দেব। বীরভূম থেকে অনুব্রতকে যেমন সরিয়েছি। কামদুনির দোষীদের বাড়িতে রাজ্য সরকার পুলিশ দিয়েছে। ওদের বাড়িতে পিকনিক হচ্ছে। তৃণমূলের পতাকায় ভরিয়ে দেওয়া হয়েছে কামদুনি। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাঁরা সাক্ষী, তাঁরা নিরাপত্তা পাননি। তাঁদের কলকাতায় গিয়ে মিছিলে হাঁটতে হচ্ছে। গতরাতে তাঁরা দেখা করেছেন। তাঁদের আইনজীবীও ছিলেন। আমরা এই মিছিলের উদ্যোক্তা নই, তবে তাঁরা আইনি লড়াইয়ে গেলে, আমরা সাহায্য করব। তাঁরা দু’জন আইনজীবীর কথা বলছেন, যাঁদের ফি অনেকটা বেশি। আমরা বলেছি, ওনারা চাইলে আমরা সাহায্য় করব।”
এদিকে শুভেন্দু যখন কামদুনিতে ধর্ষকদের বিচার চেয়ে মিছিল করছেন সেই সময় তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করে বলা হচ্ছে, কলকাতা হাই কোর্টে কামদুনির ফাঁসির আসামিদের হয়ে শুভেন্দুর ঘনিষ্ট আইনজীবীর। এই প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তাঁর এক্স হ্যান্ডেলে আইনজীবী ফিরোজ এডুলজি এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেলিখেছেন, “ফিরোজ এডুলজি একজন বিজেপি পক্ষের আইনজীবী। যিনি সবসময় বিজেপি–আরএসএস পক্ষের মামলা নিয়ে লড়েন। কামদুনির ধর্ষকদের হয়ে কলকাতা হাইকোর্টে লড়াই করেছেন। উনি একজন অত্যন্ত দামি আইনজীবী। কে তাঁর ফি দেন? একটি মূল্যবান গল্প। আর শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন এবং কুমীরের কান্না কাঁদছেন। এই সব প্রশ্নের উত্তর দেওয়া দরকার।”
❤ Support Us