- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১, ২০২৪
মুম্বই এফসি-কে টেক্কা দিয়ে দিয়ামানতাকোসকে তুলে নিল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ এলেই বাগান সমর্থকদের মুখে থাকত “দিমি, দিমি” স্লোগান। দলের অন্যতম সেরা স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসকে এই নামেই ডাকতেন মোহনবাগান সমর্থকরা। এবার সেই স্লোগানের পাল্টা জবাব দেওয়ার সুযোগ পেয়ে গেল ইস্টবেঙ্গল। সামনের মরশুমে লাল-হলুদে খেলার ব্যাপারে চূড়ান্ত দিমিত্রি দিয়ামানতাকোস।
গত মরশুমে আক্রমণ ভাগ নিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ক্লেইটন সিলভা অন্যদের কাছ থেকে তেমন সাহায্য পাননি। তাই আগামী মরশুমের জন্য শক্তিশালী আক্রমণভাগ গড়ে তোলাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। বেশ কিছুদিন ধরেই কেরল ব্লাস্টার্সের হয়ে খেলা দিমিত্রি দিয়ামানতাকোসের জন্য ঝাঁপিয়েছিল। গ্রিসের এই স্ট্রাইকারকে পাওয়ার ব্যাপারে লড়াইয়ে ছিল মুম্বই সিটি এফসিও। শেষ পর্যন্ত মুম্বইকে পেছনে ফেলে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন দিয়ামানতাকোস। চলতি মাসে ট্রান্সফার উইন্ডো খোলার পরেই তাঁর নাম ঘোষণা করা হবে।
এবছর আইএসএলে কেরল ব্লাস্টার্সের জার্সি গায়ে ১৩ গোল করেছিলেন দিয়ামানতাকোস। আগের মরশুমে করেছিলেন ১৫ গোল গোলের সামনে বল পেলেই রীতিমতো ভয়ঙ্কর গ্রিসের এই স্ট্রাইকার। সেকথা মাথায় রেখেই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। আগামী মরশুমে ক্লেইটন সিলভার সঙ্গে তাঁর জুটিটা দারুনভাবে জমে উঠবে।
দিয়ামানতাকোস ছাড়াও গত বছর পাঞ্জাব এফসিতে খেলা মাদিহ তালালকেও নিচ্ছে ইস্টবেঙ্গল হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়িয়েছে। এছাড়াও সল ক্রেসপো, ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে। আরও এক বিদেশিকে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের।
❤ Support Us