- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৯, ২০২২
প্যারাসিটামলের বিক্রি বাড়াতে চিকিৎসকদের ১০০০ কোটি ঘুষ, সুপ্রিম কোর্টে মামলা দায়ের

চিত্র সংগৃহীত
ওষুধ ব্যবসায় ভয়ঙ্কর কারচুপি। মামলা দায়ের দেশের শীর্ষ আদালতে। কোভিড আবহের ফায়দা তুলে, প্যারাসিটামলের বিক্রি বাড়াতে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের ১০০০ কোটি টাকার উৎকোচ দিয়েছে ওষুধ নির্মাতারা। এই ইস্যুতেই সুপ্রিম কোর্টে মমলা দায়ের করেছে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের একটি সংগঠন।
ডোলো ৬৫০ একটি জ্বরের ওষুধ। অতিমারীর সময় হঠাৎ করেই বেড়ে যায় এই ওষুধের চাহিদা। ভারতে এই ওষুধটি তৈরি করে মাইক্রোল্যাবস লিমিটেড। দেশে ওষুধ পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মী সংগঠনের দাবি, ডোলো ৬৫০ এর বিক্রি বাড়াতে, অনৈতিক ভাবে ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের মোটা টাকার উপহার দিয়েছে নির্মাতা সংস্থা। আর তারই বিনিময়ে দিনের পর দিন ডাক্তারার এই ওষুধ প্রেসক্রাইব করেছেন।মমলাকারীদের আইনজীবি সঞ্জয় পারিখ সুপ্রিম কোর্টে জানিয়েছেন, কেন্দ্রীয় কর নিয়ন্ত্রক সংস্থা থেকে তথ্য পাওয়া গেছে, দেশে অতিমারি পরিস্থিতিতে ওষুধ বিক্রি করে সবথেকে বেশী মুনাফা করেছে মাইক্রোল্যাবস লিমিটেড । এবং লাভের মুখ্য ভাগই এসেছে ডোলো ৬৫০ এর বিক্রি থেকে।
বৃহস্পতিবার, দেশের শীর্ষ আদালতে, বিচারক ডি.ওয়াই. চন্দ্রচুর এবং এ এস বোপান্নাকে নিয়ে গঠিত বেঞ্চে মামলাটির শুনানি হয়। মমলাকারীদের আইনজীবি সঞ্জয় পারিখের অভিযোগের ভিত্তিতে বিচারক ডি.ওয়াই. চন্দ্রচুর এদিন মন্তব্য করেছেন, এই কারচুপির অভিযোগ গুরুতর। একসপ্তাহের মধ্যে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে তাঁদের বেঞ্চ। পাশাপাশি, ভারতে ওষুধ বন্টন এবং প্রচার সংক্রান্ত বিষয় পর্যবেক্ষন এবং নিয়ন্ত্রণের জন্য , কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দফতরকে নিরপেক্ষ নিয়মাবলী অনুসরণের পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
❤ Support Us