Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৫, ২০২৩

এগিয়ে গিয়েও রেফারির ভুল সিদ্ধান্তে বেঙ্গালুরুর কাছে হার ইস্টবেঙ্গলের

আরম্ভ ওয়েব ডেস্ক
এগিয়ে গিয়েও রেফারির ভুল সিদ্ধান্তে বেঙ্গালুরুর কাছে হার ইস্টবেঙ্গলের

চিত্র সৌজন্য টুইটার

আগের ম্যাচে ক্লেইটন সিলভার শেষ মুহূর্তের গোলে হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি–র বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না ক্লেইটন। জয়ও এল না লালহলুদের। ইস্টবেঙ্গলকে ২–১ ব্যবধানে হারিয়ে মরশুমে প্রথম জয় তুলে নিল বেঙ্গালুরু। মহেশ সিংয়ের দুরন্ত গোলে এগিয়ে গিয়ে রেফারির ভুল সিদ্ধান্তে হারতে হল ইস্টবেঙ্গলকে।

কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গেছে ইস্টবেঙ্গল। এখন আর হার বাঁচানোর জন্য নয়, জেতার জন্যই মাঠে নামে লালহলুদ ব্রিগেড। বেঙ্গালুরুর বিরুদ্ধেও এদিন আক্রমণাত্মকভাবে শুরু করেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ১৫ মিনিটে নওরেম মহেশ সিংয়ের দুরন্ত গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নিজেদের অর্ধে সেন্টার সার্কেলের কাছ থেকে বল বাড়িয়েছিলেন নন্দকুমার। বেঙ্গালুরুর অর্ধে মাঝমাঠে বল ধরে বক্সে ঢুকে বাঁপায়ের কোণাকুণি শটে গোল করে দলকে এগিয়ে দেন মহেশ সিং।

অগ্রগমন অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। রেফারির দয়ায় সমতা ফেরায় বেঙ্গালুরু। ১৯ মিনিটে লালহলুদ বক্সের মধ্যে মন্দার রাও দেশাইয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে নিজেই পড়ে যান সুনীল ছেত্রি। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে সমতা ফেরান সুনীল। এই গোলটি রেফারির উপহার বলা যেতেই পারে।

এদিন ইস্টবেঙ্গলের আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ছিল বেঙ্গালুরু রক্ষণ। ২৯ মিনিটে পার্দোর ফ্রিকিক বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং আংশিক প্রতিহত করলে ফিরতি বল জালে পাঠান নন্দকুমার। তাঁর সেই গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ৪৫ মিনিটে বোরহা ও ক্লেইটনের যুগলবন্দীতে গোলের সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতিআক্রণে খেলা দারুণ জমে ওঠে। তবে বেঙ্গালুরুর আক্রমণের চাপ বেশি ছিল। ৫৪ মিনিটে সুবিধাজনক জায়গায় বল পেয়ে গিয়েছিলেন জাভি হার্নান্ডেজ। কিন্তু লালহলুদ রক্ষণ সতর্ক থাকায় বিপদ ঘটেনি। তবে ৭২ মিনিটে বেঙ্গালুরুর এগিয়ে যাওয়া আটকাতে পারেননি হরমনজ্যোৎ খাবরারা। ডানদিক থেকে ভেসে আসা সেন্টার খাবরা আংশিক প্রতিহত করলে বল যায় সুনীলের কাছে। তিনি হেডে নামিয়ে দেন জাভি হার্নান্ডেজকে। ডান পায়ে রিসিভ করে বাঁপায়ের ব্যাকভলিতে গোল করে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন জাভি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!