- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১, ২০২৪
ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন কোস্টারিকার জাতীয় দলের স্ট্রাইকার
আইএসএলের দ্বিতীয় পর্বে ভাল ফলের লক্ষ্যে দলের শক্তি ক্রমশ বাড়িয়েই চলেছে ইস্টবেঙ্গল। দুদিন আগেই লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ ভিক্টর ভাসকুয়েজকে নেওয়ার কথা ঘোষণা করেছেন লাল–হলুদ কর্তারা। এবার কোস্টারিকার জাতীয় দলের স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফোবর্সকে দলে নিল ইস্টবেঙ্গল। বোরহা হেরেরার পর ছেড়ে দেওয়া হল সিভেরিওকে। সিভেরিওর জায়গাতেই ফেলিসিওকে নেওয়া হয়েছে।
জার্মানির বার্লিনে জন্ম ফেলিসিওর। হার্থা বার্লিন যুব দল থেকে তাঁর উঠে আসা। জার্মানির অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২০ দলেও খেলেছেন। ২০১১ সালে জার্মানির কার্ল জেইস জেনা ক্লাবে পেশাদার ফুটবলজীবন শুরু করেন ফেলিসিও। রাশিয়ার ক্রিলিয়া সোভেতভ, এফসি রস্তভ, এফসি আমকার পার্মের মতো বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। পোল্যান্ডের বিভিন্ন ক্লাবেও খেলেছেন। এরপর যোগ দেন চিনের সুপার লিগে। চিন সুপার লিগের উহান ইয়াংতজে রিভার এফসি, কিংদাও হাইনিউ এফসি–র মতো ক্লাবে খেলেছেন। দুই মরশুমে ২০টির বেশি গোল করেছেন।
আইএসএলে খেলার সুযোগ পেয়ে রীতিমতো উত্তেজিত ফেলিসিও। তিনি বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি দারুণ উত্তেজিত। ইস্টবেঙ্গল সুপার কাপ জেতার পরই আমি এই দলে যোগ দিচ্ছি। সুপার কাপ জেতার জন্য ইস্টবেঙ্গলকে অভিনন্দন। আইএসএলের দ্বিতীয় পর্বে দলকে সাফল্য এনে দিতে চাই।’ ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘ফেলিসিওর ইউরোপের শীর্ষস্থানীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। খুবই ভাল মানের স্ট্রাইকার। এশিয়ায় খেলার অভিজ্ঞতাও রয়েছে। কয়েক সপ্তাহ আগে চিনের ক্লাবের হয়ে খেলেছে। ভারতে এসে মাঠে নামতে পারবে।’
❤ Support Us