- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৯, ২০২৪
ইস্টবেঙ্গলে খেলতে আসছেন মেসির প্রাক্তন সতীর্থ
দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি ঘরে ঢুকেছে। ওডিশা এফসি–কে হারিয়ে সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এবার লক্ষ্য আইএসএল। আইএসএলের লিগ টেবিলে অনেকটাই পিছিয়ে রয়েছে লাল–হলুদ। দ্বিতীয় পর্বে ভাল পারফরমেন্সের লক্ষ্যে বিদেশি পরিবর্তন করছে ইস্টবেঙ্গল। যোগ দিচ্ছেন লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ।
আইএসএলের প্রথম পর্বে সিভেরিও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সবাই ভেবেছিলেন, তাঁকে ছেড়ে দিয়ে জানুয়ারি উইন্ডোতে নতুন বিদেশি নেবে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি নিলেও সিভেরিওকে ছাড়ছে না। বোরহা হেরেরার পরিবর্তে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজকে নিয়ে আসছে ইস্টবেঙ্গল। লিওনেল মেসির সঙ্গে বার্সিলোনার ইউথ সিস্টেম থেকে উঠে এসেছেন ভিক্টর ভাসকুয়েজ। একসময় লিওনেল মেসির সঙ্গে তাঁর তুলনা হত। বোরহা হেরেরা লিয়েনে এফসি গোয়াতে যোগ দিচ্ছেন।
বার্সিলোনার যুব দলে মেসি ছাড়াও সেস ফ্যাব্রেগাস, জেরার্ড পিকের সঙ্গে খেলেছেন ভিক্টর। বার্সিলোনার বয়সভিত্তিক দলে খেলার পাশাপাশি সিনিয়র দলের হয়েও একটা ম্যাচ খেলেছেন। ২০২১ থেকে ২০২২ পর্যন্ত মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতেও খেলেছেন। এরপর যোগ দেন টরন্টো এফসিতে। সেখান থেকেই তিনি ইস্টবেঙ্গলে আসছেন। তাঁকে দ্রুত ভারতে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে ক্লাব। তবে ৩ ফেব্রুয়ারি ডার্বিতে ভিক্টরের মাঠে নামা সম্ভব হবে না।
এদিকে, সুপার কাপ জিতে সোমবার বিকেলে কলকাতা ফিরল ইস্টবেঙ্গল। প্রিয় দলকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজার হাজার সমর্থক ভিড় জমিয়েছিলেন। ফুটবলার কো কোচ কার্লেস কুয়াদ্রাতকে নিয়ে সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা ছিল। রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পরই টিম হোটেলে কেক কেটে সেলিব্রেশন করেন কুয়াদ্রাত ও অধিনায়ক ক্লেইটন সিলভা। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে ফোন করে কলিঙ্গ সুপার কাপ জয়ের জন্য ক্লাব, ফুটবলার, কোচিং স্টাফদের পাশাপাশি সমর্থকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
❤ Support Us