Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৯, ২০২২

মার্চেই মেট্রোর চাকা গড়াবে শিয়ালদহ পর্যন্ত, চূড়ান্ত পরিদর্শনে আসছেন সিআরএস আধিকারিকেরা

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্চেই মেট্রোর চাকা গড়াবে শিয়ালদহ পর্যন্ত, চূড়ান্ত পরিদর্শনে আসছেন সিআরএস আধিকারিকেরা

শীঘ্র ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোর চাকা গড়াবে ৷ সেই লক্ষ্যেই আগামী ১৫ মার্চ শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শনে আসার কথা ছিল রেলওয়ে সেফটি কমিশনের আধিকারিকদের । মেট্রো সূত্রের খবর, আজই এসে পৌঁছেছে রেলওয়ে সেফটি কমিশন কর্তৃপক্ষের চিঠি । সেই চিঠি অনুযায়ী, আগামী মাসের ১৫ তারিখেই ফাইনাল পরিদর্শনে আসবেন  তাদের কর্মকর্তারা।

যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, ইলেকট্রিকাল ও সিগন্যালিং ব্যবস্থার বিষয়গুলি— এখনও পর্যন্ত যা যা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখবেন তাঁরা । তাঁদের রিপোর্টের ওপরেই নির্ভর করবে, কত তাড়াতাড়ি যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে শিয়ালদা মেট্রো স্টেশন।

দিন কয়েক আগেই কসবা পরিবহন ভবনে শহরের মেট্রো সম্প্রসারণের প্রকল্পগুলি নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম । বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের আধিকারিকরাও। শহরের মেট্রো প্রকল্পগুলির কাজের অগ্রগতি, সমস্যা-সহ আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। তখনই মন্ত্রী জানিয়েছিলেন, শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চে চালু হতে পারে ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!