Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৪, ২০২৩

রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর, ফ্ল্যাট থেকে উদ্ধার বহু নথি, সোমবার পর্যন্ত ধৃতের ইডি ফেফাজত

আরম্ভ ওয়েব ডেস্ক
রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর, ফ্ল্যাট থেকে উদ্ধার বহু নথি, সোমবার পর্যন্ত ধৃতের ইডি ফেফাজত

রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হল মন্ত্রী-ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সূত্রে খবর। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে সোমবার পর্যন্ত তার ইডি হেফাজত হয়েছে।

গত বুধবার সকাল থেকে রেশন দুর্নীতিকাণ্ডে ব্যবসায়ী বাকিবুরের কলকাতার কৈখালির ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। তাঁর ফ্ল্যাট থেকে প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। প্রায় সাড়ে ৫৩ ঘণ্টা তল্লাশির পর শুক্রবার তাঁকে আটক করে ইডি। তার পরই তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।

ইডি সূত্রে দাবি করা হয়েছে, অনেক প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ রয়েছে বাকিবুরের। তিনি রাজ্যের রেশন দুর্নীতির সঙ্গে জড়িত বলেও তদন্তকারীদের অনুমান। কেন্দ্রের পাঠান রেশনের গম খোলা বাজারে বিক্রি করতো এই বাকিবুর। বাকিবুরের একটি চালকল, পানশালা  রয়েছে। ওই সংক্রান্ত একাধিক নথিও পাওয়া গিয়েছে তাঁর ফ্ল্যাট থেকে। কয়েক দিন আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও ম্যারাথন তল্লাশি চালিয়েছিল সিবিআই। যদিও মধ্যমগ্রামের সেই অভিযান ছিল পুর নিয়োগ দুর্নীতির তদন্তে।

বাকিবুরের পাশাপাশি, তাঁর ঘনিষ্ঠ অনুচরের বাড়িতেও বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। বাকিবুরের ওই ঘনিষ্ঠের নাম অভিষেক বিশ্বাস। তাঁর বাড়ি চিনার পার্কে। ইডি সূত্রে জানা গিয়েছে, সেখানে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশির পাশাপাশি, জিজ্ঞাসাবাদও করেন অভিষেককে।
বুধবার ইডি গিয়েছিল নদিয়ার বিভিন্ন রেশন দোকান এবং দোকানের মালিকের বাড়িতে। একই দিনে সল্টলেক এবং নিউ টাউনে অনেকগুলি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি।

শনিবার বাকিবুরকে আদালতে পেশ করে ইডি দাবি করে, অভিযুক্ত ব্যবসায়ী কেন্দ্রের পাঠানো রেশনের গম খোলা বাজারে বিক্রি করেছেন। রেশন ডিলারদের একাংশ ও দফতরের কিছু আধিকারিকের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন তিনি। ইডির দাবি, কোনও রেশন ডিলারের কাছে যে পরিমাণ গম পাঠানো হত তার ৫০ – ৬০ শতাংশ বণ্টন করা হত সাধারণ মানুষের মধ্যে। বাকি গম চলে যেত খোলা বাজারে। কোন ডিলারের কাছে কত গম গিয়েছে তার খতিয়ানও উদ্ধারও হয়েছে বাকিবুরের বাড়ি থেকে। তবে সেই তালিকাকে অন্ধের মতো মানতে নারাজ ইডির তদন্তকারীরা। তাদের আশঙ্কা দুর্নীতির আরও বেশি। এদিন আদালতে ইডি হেফাজতে বাকিবুরের জন্য বাইরের খাবার সরবরাহের অনুমতি চান তাঁর আইনজীবী। ইডি তাতে আপত্তি জানায়। ইডির আইনজীবী বলেন বাকিবুরকে ভালো মানের খাবার দেওয়া হবে, এই নিয়ে চিন্তার কোনও  কারণ নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!