Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৮, ২০২৪

এসএসসি দুর্নীতি তদন্তে সাত জায়গায় ইডির তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
এসএসসি দুর্নীতি তদন্তে সাত জায়গায় ইডির তল্লাশি

বৃহস্পতিবার সকালে প্রাথমিকের নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ফ্ল্যাট, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে হানা দিয়েছে ইডি। সকাল সাড়ে ছ’টা নাগাদ নিউটাউনের একটি অভিজাত আবাসনে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট রয়েছে প্রসন্ন রায়, যিনি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্ট থেকে জামিনে আপাতত মুক্ত। সকাল থেকে শহরের মোট সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

বৃহস্পতিবারের তল্লাশি অভিযানের সূত্র ধরে এ বার এসএসসি ‘দুর্নীতি’কাণ্ডের তদন্তেও সক্রিয় হল ইডি। এত দিন তারা প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছিল। বৃহস্পতিবার সকালে প্রসন্নের ফ্ল্যাট ছাড়াও তল্লাশি চলছে আরও একটি আবাসনে। ইডি সূত্রে খবর, সেখানে প্রসন্নের অফিস রয়েছে। নিউটাউনের দু’টি জায়গা এবং নয়াবাদের একটি জায়গাতেও তল্লাশি চলাচ্ছে ইডি।

ইডির মোট ছ’টি দল এদিন সকালে তল্লাশি অভিযান শুরু করে। সঙ্গে রয়েছেন সিআরপিএফ জওয়ানেরা। সন্দেশখালির ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের অনেকটাই সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছিল। গত শুক্রবারের তল্লাশি অভিযানের মতো বৃহস্পতিবারও কেন্দ্রীয় বাহিনীর সকলের মাথায় হেলমেট দেখা গিয়েছে। জওয়ানদের সঙ্গে আছে কাঁদানে গ্যাসের সেল।
নয়াবাদ ও নিউটাউনে এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত নতুন মিডল ম্যানের খোঁ পেয়েছে ইডি। প্রসন্নর অফিসে ইডির ঢুকতে ২ ঘণ্টা সময় লেগে যায়। নিউটাউনে প্রসন্ন রায়কে নিউটাউনের আইডিয়াল ভিলার ১০৫ নম্বর বাংলোয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসন্ন রায়ের ব্যবসা, টাকার উৎসের সন্ধানে ইডি জিজ্ঞাসাবাদ করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!