- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৩, ২০২৩
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার অভিষেকের আপ্ত সহায়ককে ইডির তলব, হাই কোর্টের দ্বারস্থ আপ্ত সহায়ক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সমন পাঠিয়ে তলব করা হয়েছে সুমিত রায়কে। তবে এই তলবের বিরোধিতা করে সুমিত রায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ শুনানি হোক, ইডির আইনজীবীকে এমনই সুপারিশ করেন বিচারপতি।
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”অভিষেক ওদের গলার কাঁটা হয়ে উঠেছে। অভিষেককে কোনও ভাবে সামলাতে পারছে না বলে তাঁর স্ত্রী, তাঁর বাবা-মা, তাঁর পিএ , সবাইকে তলব করছে। এই সবই পুরোপুরি পরিকল্পিত। তৃণমূলকে চাপে রাখার চেষ্টা। তবে এভাবে তলব করে কোনও লাভ হবে না।”
আমরা দেখেছি, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার ইডি তলব করে। তদন্তকারী সংস্থার নির্দেশ মতো সমস্ত নথিপত্র নিয়ে ইডির দফতরে হাজিরাও দিয়েছেন অভিষেক। অভিষেকের মা-বাবাকেও তলব করা হয়েছিল গত সপ্তাহে। যদিও তাঁরা কেউ ইডি দপ্তরে হাজিরা দেননি। এই সপ্তাহেই রুজিরা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেসে হাজিরা দেন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে সমন পাঠাল ইডি। তবে সুমিত রায় অবশ্য ইডির তলবের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
❤ Support Us