Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ৩, ২০২২

বাংলাদেশের ২৪ বিশিষ্টকে একুশে পদক।

বাংলাদেশের ২৪ বিশিষ্টকে একুশে পদক।

কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ সহ ২৪ বিশিষ্ট নাগরিক বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদক পাচ্ছেন এবার । প্রতি বছর ফেব্রুয়ারির গোড়ার দিকে সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ।

এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, গবেষণায় চারজন (দলগতভাবে তিনজন) একুশে পদক পাচ্ছেন । সাংবাদিকতা, বিজ্ঞান-প্রযুক্তি ও শিক্ষায় একজন করে পদকের জন্য মনোনীত হয়েছেন।

প্রতিবছরের মতোই পদক প্রাপকদের প্রত্যেককে এককালীন চার লাখ, ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!