Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ২৮, ২০২২

যাদবপুরে ভয়ঙ্কর আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, ঘটনাস্থলে ১৪ ইঞ্জিন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরে ভয়ঙ্কর আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, ঘটনাস্থলে ১৪ ইঞ্জিন ।

যাদবপুরে আইআইসিবি অর্থাৎ ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষণাগারে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৪ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। তবে ওই বিল্ডিংয়ের ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, সোমবার বেলা পৌনে একটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উলটো দিকে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষণাগার থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন। এদিকে দ্রুত গতিতে আগুন ছড়াতে থাকে । কারণ, গবেষণাগারে মজুত ছিল প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ। ল্যাবের ভিতরে শুরু হয় বিস্ফোরণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে ঘটনাস্থলে রয়েছে ১৪ টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । জানা গেছে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও কাজ করেনি। ১৫/১২ ফুট ওই ল্যাবে কয়েকটি নাইট্রোজেন ও অক্সিজেন সিলিন্ডার ছিল। ওগুলোতে বিস্ফোরণ হলে বড় বিপর্যয় হত।

জানা গিয়েছে, ক্রমশ বাড়ছে ধোঁয়ার দাপট। ইতিমধ্যেই ওই বিল্ডিংয়ের ভিতরে থাকা বেশ কয়েকজন কর্মীকে উদ্ধার করা হয়েছে। এখনও ভিতরে কেউ আটকে আছে কি না, তা স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছে যাদবপুর থানার ওসি, স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস ও অন্যান্যরা। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা জানিয়েছেন, প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে যাদবপুরের বাসিন্দাদের মধ্যে।

গত সপ্তাহেই আগুন লেগে গেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের আলোক বিজ্ঞান বিভাগের গবেষণাগারে । পুড়ে তছনছ হয়ে গেছিল বহু যন্ত্রপাতি, নথি। আজ, সোমাবার আবার আগুন লাগল যাদবপুরেই।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!