- স্মৃ | তি | প | ট
- জানুয়ারি ২০, ২০২২
রবীন্দ্রসঙ্গীতের চর্চায় হঠাৎ শূন্যতা। চলে গেলেন গোরা সর্বাধিকারী ।

সুপরিচিত রবীন্দ্রসংগীত শিল্পী গোরা সর্বাধিকারীর প্রয়াণে রবীন্দ্রসঙ্গীতের চর্চায় আচমকা এক শূন্যতা তৈরি হল। বয়স হয়েছিল ৮১ । অসুস্থ ছিলেন । বিস্মরণের রোগ গ্রাস করেছিল তাঁর স্মূতিশক্তিকে । সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । বুধবার সন্ধ্যায় মূত্যু হয় প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের এই প্রিয় ছাত্রের । বহুদিন বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যক্ষ ছিলেন গোরা সর্বাধিকারী। দেশে-বিদেশে ছড়িয়ে আছে তাঁর ছাত্র-ছাত্রীরা । দীর্ঘ দুই দশক বিশ্বভারতীর মিউজিক বোর্ডের সদস্য ছিলেন। অধ্যাপনাও করতেন । জার্মানিতে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও যাননি। শান্তিনিকেতনকে ভালোবেসে শান্তিনিকেতনেই আমূত্যু রয়ে গেলেন।
আদি বাড়ি ছিল ঝাড়গ্রামে। কুড়ি বছর বয়সে বিশ্বভারতীতে ভর্তি হন, শান্তিদেব ঘোষের তত্তাবধানে। সলিল চৌধুরীর সুরারোপিত গান দিয়েই তাঁর সঙ্গীত যাত্রা শুরু । এ যাত্রা থামেনি। মূত্যুর পরেও থামবে না। হাঁটবেন গান আর সুরের সঙ্গে।
❤ Support Us