- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৫, ২০২৪
সন্দেশখালির ঘটনায় রাজ্যকে “রাজধর্ম” পালনের নির্দেশ রাজ্যপালের, রাজভবনে তলব মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে
সন্দেশখালির ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকেই দায়ী করে রাজধর্ম পালনের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে “এর ফল ভুগতে হবে” বলে হুঁশিয়ারিও দিলেন রাজ্যপাল। সন্দেশখালির এই ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করে রাজ্যপাল বলেন, “সরকারের উচিত গণতন্ত্রে এই ধরনের বর্বরতাকে রোখা। কিন্তু সরকার যদি তার প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে, তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে।” যদি এ ভাবে সংবিধান অবমাননার ঘটনা ঘটতে থাকে তাহলে রাজ্যপাল হিসাবে তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও রাজ্য সরকারকে বার্তা দেন। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল।
রাজ্যপাল এদিন বলেন, “এটা ব্যানানা রিপাবলিক নয়। রাজ্যের মানুষদের নিয়ে বাহুবলী শক্তিকে খেলা করতে দেওয়া হবে না। সরকারের দায় এই ধরনের হিংসাকে রোখা। সরকারকে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিতে হবে। না হলে ফল ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে।”
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়ে ইডি, সেনা জওয়ান। মাথা ফাটে দুই ইডি আধিকারিকের। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বেশ কয়েকটি রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। সেনা জওয়ানরা পুলিশের লঞ্চ নিয়ে এলাকা ছেড়ে পালায়। রেশন বণ্টন দুর্নীতির মামলায় তদন্তের সূত্রেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে শুক্রবার হানা দেয় ইডি।
❤ Support Us