Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • জানুয়ারি ৩১, ২০২২

চোখ পরীক্ষায় ধরা পড়বে হার্টের সমস্যা, জানালেন বিজ্ঞানীরা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
চোখ  পরীক্ষায় ধরা পড়বে হার্টের সমস্যা, জানালেন বিজ্ঞানীরা ।

চিকিৎসকরা বলছেন, হার্টে যদি কোনও সমস্যা হয়, তবে রেটিনার ব্লাড ভেসেলে সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ে। যদি কোনোভাবে সেই পরিবর্তন আগেভাগেই ধরে ফেলে যায়, তাহলে হার্টের অসুখের ঝুঁকি এড়ানো অনেকটা সহজ হয়। তবে, রেটিনার ওই সূক্ষ্ম পরিবর্তন চেনা সহজ হবে কি? আবার ব্যক্তিবিশেষে তা আলাদাও হতে পারে । বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণ একটা প্যাটার্ন নিশ্চিয়ই থাকবে । এই ভাবনা থেকেই কাজে নামেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিডস-এর একদল গবেষক। সেই কাজে তাঁরা সাহায্য নেন কৃত্রিম বুদ্ধিমত্তার।

হার্টের অসুখজনিত প্যাটার্নটি চিহ্নিত করার জন্য তাঁরা ৫০০০ জন ব্যক্তির হার্ট এবং রেটিনা স্ক্যানের ডেটা সংগ্রহ করেন। সহজ করে বলতে গেলে, হৃদযন্ত্রের পরিবর্তনের দরুণ রেটিনায় ঠিক কী পরিবর্তন আসতে পারে, সেই সংক্রান্ত বিপুল তথ্য হাতে পেয়ে গেলেন তাঁরা। এই তথ্য বিশ্লেষণ করেই তাঁরা একটি সিস্টেম তৈরি করেন। যা রেটিনা দেখে বলে দিতে পারে হার্টের অবস্থা। ব্যক্তিবিশেষে সামান্য তফাৎ হতেও পারে। তবে কয়েক হাজার ডেটার ভিত্তিতে তৈরি এই প্যাটার্ন অনেকটাই নিখুঁত। গবেষকদের দাবি, এই বিশ্লেষণের মাধ্যমে ৭০ থেকে ৮০ শতাংশ নিখুঁত ভাবে রোগ শনাক্ত করা সম্ভব। অধ্যাপক অ্যালেক্স ফ্র্যাঙ্গির তত্ত্বাবধানে এই পুরো কাজটি হয়েছে। তিনি বলছেন, ঠিকঠাক কাজে লাগালে এই সিস্টেম হার্টের অসুখ চিহ্নিত করার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সাধারণত, রেটিনা স্ক্যানের খরচ কম। আর চোখের দৃষ্টি পরীক্ষার কারণে বহু মানুষই তা করেই থাকেন। নিয়মিত হার্টের পরীক্ষা না করালেও, সাধারণ ভাবে নিয়মিত চোখ পরীক্ষা করে থাকেন অনেকেই। ফলে, যদি কারোর হার্টের সমস্যা থেকেও থাকে, তবে তা ধরা পড়ে যাবে চোখ পরীক্ষার সময়েই। এবং তাও বাড়াবাড়ি হবার অনেক আগেই। সেইমতো আরও পরীক্ষা করে চিকিৎসা করলে বড় ক্ষতি এড়ানোও সম্ভব হবে।

বিজ্ঞানীদের তৈরি এই সিস্টেম হয়তো হার্টের অসুখ চিহ্নিতকরণের চূড়ান্ত পদ্ধতি নয়। কিন্তু নিয়মিত চক্ষুপরীক্ষার খাতিরে যদি হার্টের পরিস্থিতি ধরা পড়ে, তা হলে তো কেল্লা ফতে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!