Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ৫, ২০২৩

৩১ অগাস্ট “ইন্ডিয়া”-র তৃতীয় বৈঠক মুম্বইয়ে

আরম্ভ ওয়েব ডেস্ক
৩১ অগাস্ট “ইন্ডিয়া”-র তৃতীয় বৈঠক মুম্বইয়ে

আগামী ২১ অগাস্ট মুম্বইতে হতে চলেছে “ইন্ডিয়া”-র তৃতীয় বৈঠক। কংগ্রেস সূত্রে এই খবর জানা গেছে। বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকে জোটের নামকরণ হয়েছে। ২৬টি শরিক দলের মধ্যেকার দূরত্ব অনেকটাই ঘুচেছে। পাটনার প্রথম বৈঠকে এই দূরত্ব ছিল সেই বৈঠকে আসা বিজেপি বিরোধী জোটের দলগুলির মধ্যে। তৃণমূল এবং আম আদমি পার্টি এখন রাহুল গান্ধিকে অনেকটাই মেনে নিতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গালুরুর বৈঠকে রাহুল গান্ধিকে “বিলাভেড রাহুল গান্ধি” বলে সম্বোধনের পর শীর্ষ আদালতে রাহুলের স্বস্তি মেলার পর টুইট করে মমতা আবার রাহুলের এই সাজামুক্তিতে আনন্দ প্রকাশ করেছেন। বেঙ্গালুরুর বৈঠকের পর বিজেপি-বিরোধী লড়াইয়ে একতায় কোনও ঘাটতি রাখা হবে না বলে ‘অলিখিত চুক্তি’ই করে নিয়েছে বিরোধী শিবির, মল্লিকার্জুন খার্গের বক্তব্যেই সেটা বেঙ্গালুরুর বৈঠকে স্পষ্ট করা হয়েছিল। তার পর নিজেদের মধ্যে রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে রেখে হিংসা-বিধ্বস্ত মণিপুরে “ইন্ডিয়া”-র প্রতিনিধিদল গিয়েছে। সংসদে “ইন্ডিয়া”-র জোট মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। দ্বিতীয় বৈঠকের পর নতুন এই মঞ্চে এক জায়গায় আসা সমস্ত দলের মধ্যে সমীকরণের ভিত আরও মজবুত করতে এবার ৩১ অগাস্ট তৃতীয় দফায় বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা “ইন্ডিয়া”-র শরিক দলগুলি।

এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, বেঙ্গালুরুর দ্বিতীয় বৈঠকের ধাঁচেই হতে চলেছে এবারের বৈঠক। ৩১ অগাস্ট প্রথম দিনে বিভিন্ন দলের নেতৃত্ব নিজেদের মধ্যে কথোপকথন-আলাপচারিতা সারবেন। পরের দিন ১ সেপ্টেম্বর হবে মূল বৈঠক। বৈঠকের দিনক্ষণ নিয়ে সব দলের নেতৃত্ব ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। সম্ভবত, পোওয়াইয়ের একটি হোটেলে বৈঠক হবে। পয়লা সেপ্টেম্বর “ইন্ডিয়া”-র প্রতিনিধিরা যৌথ সাংবাদিক বৈঠক করবেন।

তৃতীয় দফার বৈঠকের নির্ঘণ্ট নিয়ে একাধিক আলোচনা চলছিল। কিন্তু, কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি এই কারণে যে, সব নেতাকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ অবশ্য ৩১ অগাস্ট বৈঠকে সব দলের সায় আছে বলে জানা গিয়েছে। এবার আয়োজকের দায়িত্বে থাকছে শিবসেনা (উদ্ধব ঠাকরে) ও এনসিপি-র শরদ পাওয়ার গোষ্ঠী। তাদের সঙ্গে থাকছে কংগ্রেস। অর্থাৎ মহা বিকাশ অঘাড়ি জোটের শরিকরা। এই আবহে বিরোধী শিবির “ইন্ডিয়া”-র কীভাবে এগনো উচিত, তা নিয়ে আলোচনার জন্য আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিকে রাহুল গান্ধি শীর্ষ আদালতে “মোদী পদবি” মামলায় স্বস্তি পাওয়ায় “ইন্ডিয়া”-র পালে হওয়া আরও গতি বাড়াবে বলেই বিজেপি বিরোধী জোটের বক্তব্য।

উল্লেখ্য, বিরোধী শিবিরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পাটনায়। জুন মাসে। গতমাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক। তৃতীয় দফার বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে একযোগে লড়াইয়ের লক্ষ্যে কমিটি গঠনের দিকে জোর দিতে পারে INDIA। প্রত্যেক দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হতে পারে। একসঙ্গে কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নির্ধারণ করার বিষয়টিও দেখতে পারে কমিটি। বেঙ্গালুরুর বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী শিবিরের নাম ঘোষণা করেন- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। ২৬টি দলের প্রায় ৪ ঘণ্টার বৈঠক শেষে সেই ঘোষণা করা হয়। সেই সময় তিনি জানিয়েছিলেন, মুম্বইয়ে পরবর্তী বৈঠকে সব দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। একজনকে আহ্বায়কও রাখা হবে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!