- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৩, ২০২৩
শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর, আরও কাছে শুভমান, প্রথম দশে কোহলি–রোহিতও

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যর্থ হলেও আইসিসি–র একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। বাবর শীর্ষস্থান ধরে রাখলেও তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন শুভমান গিল। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় দলের এই তারকা। ক্রিকেটজীবনে এটাই সেরা র্যাঙ্কিং শুভমান গিলের। শুধু শুভমান গিলই নন, ক্রম তালিকায় উঠে এসেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারাও।
আইসিসি–র র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটাররা যে উঠে আসবেন, এটাই স্বাভাবিক ছিল। চলতি এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, লোকেশ রাহুলরা। বিরাট কোহলি, লোকেশ রাহুল ইতিমধ্যেই সেঞ্চুরি করেছেন। রোহিত, শুভমান দুটি করে হাফ সেঞ্চুরি করেছেন। আর এই পারফরমেন্সের জন্যই র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ভারতীয় ব্যাটাররা। শুভমানের পয়েন্ট ৭৫৯। অন্যদিকে শীর্ষে থাকা বাবর আজমের পয়েন্ট ৮৬৩। অর্থাৎ শুভমানের থেকে ১০৩ পয়েন্টে এগিয়এ রয়েছে পাকিস্তান অধিনায়ক।
দুই ধাপ উঠে এসে ৮ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে রোহিত শর্মাও ২ ধাপ এগিয়ে প্রথম দশে ঢুকে পড়েছেন। তিনি রয়েছেন কোহলির ঠিক পরেই। ৪ বছর পর আবার ব্যাটারদের তালিকায় প্রথম দশে তিন ভারতীয়। প্রথম দশে রয়েছেন পাকিস্তানের তিন ব্যাটারও। বাবর আজম শীর্ষস্থান ধরে রাখলেও নেমে গেছেন ইমাম–উল–হক ও ফখর জামান। একধাপ নেমে ইমাম রয়েছেন পাঁচ নম্বরে। অন্যদিকে, ফখর জামান ৩ ধাপ নেমে ১০ নম্বরে রয়েছেন।
বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জশ হ্যাজেলউড। দ্বিতীয় স্থানে রয়েছেন মিচেল স্টার্ক। ৫ ধাপ উন্নতি করে ৭ নম্বরে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব । এই তালিকায় ৯ নম্বরে আছেন মহম্মদ সিরাজ। এছাড়াও একদিনের ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে একধাপ উঠে হার্দিক পান্ডিয়া রয়েছেন ষষ্ঠ স্থানে। ৮ ধাপ উন্নতি করে ২১ নম্বরে হ্যারিস রউফ।
❤ Support Us