Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১০, ২০২৩

ভারত–পাকিস্তান ম্যাচে কঠোর নিরাপত্তা, কাজে লাগানো হবে ২৬/‌১১–র কমান্ডোদেরও

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত–পাকিস্তান ম্যাচে কঠোর নিরাপত্তা, কাজে লাগানো হবে ২৬/‌১১–র কমান্ডোদেরও

১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা আমেদাবাদকে। স্পর্শকাতর এই ম্যাচের জন্য প্রায় ১১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। শুধু গুজরাট রাজ্য পুলিশ নয়, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি দমনে যে এনএসজি কমান্ডোরা অপারেশন চালিয়েছিলেন, তাঁদেরও নিরাপত্তার কাছে মোতায়েন করা হচ্ছে।
ইতিমধ্যেই ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আমেদাবাদ প্রশাসনও তৈরি। বেশ কয়েকদিন আগে থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের ঢোকার মুখে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। প্রতিটা গাড়ি তল্লাশি করে তারপর শহরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে। ভারত–পাকিস্তান ম্যাচের পরের দিন নবরাত্রি। তাই নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে।
সংবাদসূত্রে জানা গেছে, কেবলমাত্র গুজরাট পুলিশের হাতেই নিরাপত্তার দায়িত্ব থাকছে না। সেনাবাহিনীর পাশাপাশি এনএসজি কমান্ডোও মোতায়েন করা হচ্ছে। এই কমান্ডো বাহিনীতে থাকছেন ২৬/‌১১ মুম্বই তাজ হোটেলে অপরেশনে অংশগ্রহন করা কমান্ডোরাও। ৭ হাজার পুলিশের সঙ্গে ৪ হাজার হোমগার্ডকে নিরাপত্তার কাজে লাগানো হচ্ছে। বম্ব স্কোয়াড তো থাকছেই, পাশাপাশি তিনটি ‘‌হিট টিম’‌ও রাখা হচ্ছে। অ্যান্টি ড্রোন টিমও মোতায়েন করা হবে।
ভারত–পাকিস্তান ম্যাচের নিরাপত্তা প্রসঙ্গে আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, ‘‌ভারত–পাকিস্তান ম্যাচের মতো এরকম হাইভোল্টেজ ম্যাচ আগে কখনও আমেদাবাদে হয়নি। নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও রকম ফাঁক না থাকে, সেই ব্যাপারে আমরা সজাগ। নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর করা হচ্ছে। রাজ্য পুলিশের পাশাপাশি, হোমগার্ড, সেনাকেও নিরাপত্তায় কাজে লাগানো হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!