- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৪, ২০২৩
মিচেল, উইলিয়ামসনের দাপটে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের বাইশ গজ স্পিনারদের স্বর্গরাজ্য বলে পরিচিত। বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে দেখা গেল উল্টো ছবি। উইকেটে ঘাস। অনেকটা ব্যাটিং সহায়ক। আর পছন্দের উইকেট পেয়ে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে চলতি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিল নিউজিল্যান্ড। বাংলাদেশ স্পিনাররা বাধা হয়ে দাঁড়াতে পারলেন না কিউয়ি ব্যাটারদের সামনে। দুরন্ত ব্যাটিং করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান কেন উইলিয়ামসন। চোট সারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম মাঠে নামলেন নিউজিল্যান্ড অধিনায়ক। প্রথম বলেই লিটন দাসকে (০) তুলে নিয়ে বাংলাদেশের ওপর প্রথম ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। এরপর লকি ফার্গুসনের জোড়া ধাক্কায় ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। প্রথমে ফেরান তানজিদ হাসানকে (১৬)। পরে তুলে নেন ক্রিজে জমে যাওয়া মেহেদি হাসান মিরাজকে (৪৬ বলে ৩০)। নাজমুল হাসান শান্তকে (৭) ফিরিয়ে বাংলাদেশকে আরও চাপে ফেলে দেন গ্লেন ফিলিপ।
৫৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর সাকিব ও মুশফিকুর রহিম দলকে বিপর্যয়ের হাত থেকে টেনে তোলেন। দুজনের জুটিতে ওঠে ৯৬ রান। ৫১ বলে ৪০ রান করে আউট হন সাকিব। ৭৫ বলে ৬৬ রান করে ম্যাট হেনরির বলে বোল্ড হন মুশফিকুর। তৌহিদ হৃদয় (১৩) রান না পেলেও মাহমুদুল্লার ৪৯ বলে ৪১ রান বাংলাদেশকে ৫০ ওভারে ২৪৫/৯ রানে পৌংছে দেয়। তাসকিন আমেদ ১৯ বলে করেন ১৭। লকি ফার্গুসন ৪৯ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
নিউজিল্যান্ডের ব্যাটাররা চলতি বিশ্বকাপের যেরকম ছন্দে রয়েছেন, ২৪৬ রানের টার্গেট খুব একটা কঠিন ছিল না। শুরুতে রাচিন রবীন্দ্র (৯) ফিরে গেলেও দলকে টেনে নিয়ে যান ডেভন কনওয়ে ও চোট সারিয়ে দলে ফেরা কেন উইলিয়ামসন। ৫৯ বলে ৪৫ রান করে আউট হন কনওয়ে। এরপর নিউজিল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ১০৭ বলে ৭৮ রান করে অবসৃত হন উইলিয়ামসন। বাঁহাতের বুড়ো আঙুলে তিনি চোট পান। এরপর দলকে জয় এনে দেন মিচেল। ৪২.৫ ওভারে ২৪৮/২ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ৬৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন মিচেল।
❤ Support Us