- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২, ২০২২
গোয়ায় বিজেপির ঘাড়ে কংগ্রেসের নিঃশ্বাস ।

গোয়ায় কংগ্রেস ক্রমশ চাঙ্গা হয়ে উঠছে । প্রায়ই প্রচারে আসছেন হাই কমান্ডের নেতারা । কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছেন । সম্প্রতি তিনি বলেছেন, ক্ষমতায় এলেই আমরা এবার চাকরি কেলেঙ্কারির তদন্ত করব । বিজেপি চাকরি বিক্রি করেছে। যাঁরা অসৎ উপায়ে চাকরি পেয়েছেন, তাঁরা ছাড় পাবেন না। নতুন ভাবে ইন্টারভিউ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে ।
রাজ্য কংগ্রেস সভাপতি বলেছেন, বিজেপি নগদের বিনিময়ে চাকরি বিক্রি করেছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে যুবকরা হতাশ। পুরো প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হবে। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন তিনজন বিজেপি বিধায়ক— আতানাসিও মনসেরেট, অ্যান্টনি ফার্নান্দেস ও ফ্রান্সিস সিলভেরা । প্রকারান্তরে তারা কংগ্রেসেই সমর্থন করছেন ।এমনিতেই ভূমিপুত্রদের সমর্থন নেই, দ্বিতীয়ত, মারাঠিরাও সঙ্গে নেই । বিজেপির ধর্মীয় সমীকরণকে নাকচ করছেন গোয়ানিজরা।
❤ Support Us