Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১০, ২০২৩

ইন্টারকন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়াকে হারিয়ে অভিযান শুরু ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইন্টারকন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়াকে হারিয়ে অভিযান শুরু ভারতের

ইন্টারকন্টিনেন্টাল কাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচেই ২–০ ব্যবধানে হারিয়েছে মঙ্গোলিয়াকে। ভারতের হয়ে গোল দুটি করেন সাহাল আব্দুল সামাদ ও লাললিয়ানজুয়ালা ছাংতে। ম্যাচের দুটি গোলই আসে প্রথমার্ধে।
ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে মঙ্গোলিয়া। তাঁরা যে ভারতের বিরুদ্ধে পেরে উঠবে না, জানাই ছিল। শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল ইগর স্টিমাকের দল। ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় ভারত। উদান্ত সিংয়ের থ্রু অনিরুদ্ধ থাপা মঙ্গোলিয়া বক্সে গড়ানো পাস রাখেন। মঙ্গোলিয়া গোলকিপার আংশিক প্রতিহত করেন। এরপর বল চলে যায় ফাঁকায় দাঁড়ানো সাহাল আব্দুল সামাদের কাছে। বাঁপায়ে শটে তিনি গোল করেন।
শুরুতেই গোল পেয়ে আরও উজ্জীবিত হয়ে ওঠেন ভারতীয় ফুটবলাররা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসেন মঙ্গোলিয়া বক্সে। ১৪ মিনিটে ব্যবধানও বাড়ে। অনিরুদ্ধ থাপার কর্ণারে হেড করেন সন্দেশ ঝিংঘান। মঙ্গোলিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় লাললিয়ানজুয়ালা ছাংতের কাছে। বাঁ পায়ের আলতো ফ্লিকে বল জালে পাঠান ছাংতে। ২০১৯ সালের পর আবার দেশের হয়ে গোল করলেন ছাংতে। সেই গোলটিও ছিল আমেদাবাদে ২০১৯ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপে।
দ্বিতীয়ার্ধেও ভারতের দাপট অব্যাহত ছিল। এই সময় সাহাল, সুনীল ছেত্রি, উদান্ত সিংয়ের মতো সিনিয়র ফুটবলারদের তুলে নিয়ে মহেশ সিং, রোহিত, রহিম আলিদের মাঠে নামান ইগর স্টিম্যাক। তাতেও আক্রমণের ঝাঁঝ কমেনি। আগাগোড়া ম্যাচে আধিপত্য রেখেই খেলে ভারত। থাপা, সাহাল, আপুইয়ারা মঙ্গোলিয়ার রক্ষণকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। তবে গোল সংখ্যা বাড়াতে পারেনি ভারত। ম্যাচের ৮৩ মিনিটে রোহিতের একটা হেড বারে লেগে ফিরে আসে। ভারতের পরের ম্যাচ সোমবার ভানুয়াতুর বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!