- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৯, ২০২২
মহাসমারোহে পালিত ‘হকির জাদুকর’ ধ্যানচাঁদের জন্মদিন

২৯ আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। জাতীয় ক্রীড়া দিবসে নানারকম শারীরিক কার্যকলাপ, খেলাধুলা এবং সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা শিবিরও আয়োজিত হয়। এই দিনটি ভারতের ক্রীড়া নায়ক এবং চ্যাম্পিয়নদের জন্যও উৎসর্গ করা হয়। যারা দেশের জন্য নানারকম খ্যাতি নিয়ে এসেছেন।
মেজর ধ্যানচাঁদ ১৯০৫ সালের ২৯ আগস্ট উত্তর প্রদেশের এলাহাবাদে (প্রয়াগরাজ) জন্মগ্রহন করেন। প্রাক–স্বাধীনতার সময়কালে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ১৯২৬ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত দেশের হয়ে চুটিয়ে হকি খেলেছিলেন ধ্যানচাঁদ। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পিকে ভারত সোনাজয়ী দলের সদস্য ছিলেন। অলিম্পিক স্বর্ণপদকের হ্যাটট্রিক সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মেজর ধ্যানচাঁদ। দেশের হয়ে ১৮৫ ম্যাচে ৫৭০ গোল করেছিলেন।
ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন ধ্যানচাঁদ। ১৯৫৬ সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে মেজর হিসেবে অবসর নেন। ওই বছরই ভারত সরকার দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন। ২০১২ সালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তাঁর জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করে। ধ্যানচাঁদ ‘হকি উইজার্ড’ এবং ‘দ্য ম্যাজিশিয়ান’ নামেও ব্যাপকভাবে পরিচিত। তাঁর নামেই দেওয়া হয় খেলরত্ন পুরস্কার।
জাতীয় ক্রীড়া দিবসের প্রাথমিক উদ্দেশ্য হল খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সকল নাগরিকের দৈনন্দিন জীবনে শারীরিকভাবে সক্রিয় হওয়া। জীবনে শারীরিক ক্রিয়াকলাপ এবং খেলাধুলার তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকার বিভিন্ন অনুষ্ঠান, অনুষ্ঠান, সেমিনার ইত্যাদিরও আয়োজন করে। মহাসমারোহে ধ্যানচাঁদের জন্মদিন পালিত হল। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
❤ Support Us