Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২১, ২০২৫

‌মিশন অলিম্পিক, ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করল ভারতীয় অলিম্পিক সংস্থা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মিশন অলিম্পিক, ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করল ভারতীয় অলিম্পিক সংস্থা

২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। ২০ বছর পর আবার কি ভারতে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর?‌ ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য সরকারিভাবে বিড করল ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে আবার কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত। কমনওয়েলথ গেমস কমিটির পক্ষ থেকে সরকারিভাবে ভারতের বিড করার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে।
২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। তার আগে বড় কোনও ইভেন্ট আয়োজন করে নিজেদের প্রস্তুত করে নিতে চেয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থা। সেই লক্ষ্যে ২০৩০ সালে কমোয়েলথ গেমস আয়োজনের পরিকল্পনা করে এবং বিড জমা দেয়। পাশাপাশি ভারতীয় অলিম্পিক সংস্থা, কমনওয়েলথ গেমস আয়োজক কমিটিকে আরও জানায়, ২০২৬ সালে গ্লাসগোতে যে ইভেন্টগুলি বাতিল করা হয়েছে, সেগুলিও অন্তর্ভূক্ত করতে চায়। বৃহস্পতিবার কমনওয়েলথ গেমস কমিটি ভারতীয় অলিম্পিক সংস্থাকে চিঠি দিয়ে বিড গ্রহনের ব্যাপারটা নিশ্চিত করেছে।
২০২৬ সালে গ্লাসগো কমনওয়েলথে গেমসের তালিকা থেকে হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট, কুস্তি, শুটিংয়ের মতো বড় বড় ইভেন্টগুলি বাদ পড়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থা চাইছে এই ইভেন্টগুলি ২০৩০ সালে আবার অন্তর্ভূক্ত করতে। এই ইভেন্টগুলি যদি অন্তর্ভূক্ত করা হয়ে, তাহলে ভারতের পদক সংখ্যা অনেক বাড়বে। কারণ, কুস্তি, শুটিংয়ের মতো ইভেন্টে একাধিক পদক আসার সম্ভাবনা রয়েছে। হকি, ক্রিকেটেও পদক আসতে পারে, এমনকি ব্যাডমিন্টনেও।
২০১০ সালে একমাত্র দিল্লি শহরেই কমনওয়েলথ গেমসের আসর বসেছিল। ভারতীয় অলিম্পিক সংস্থার পরিকল্পনা ২০৩০ সালে যদি আয়োজনের দায়িত্ব পায়, তাহলে চারটি ভেন্যুতে ছড়িয়ে দেওয়া হবে। কমনওয়েলথ গেমস আয়োজনের মাধ্যমে ২০৩৬ অলিম্পিক আয়োজনের দিকেও এগিয়ে যেতে চাইছে ভারতীয় অলিম্পিক সংস্থা। আগামী মাসে ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন। তারপরই ২০৩৬ অলিম্পিক আয়োজনের ব্যাপারে ঝাঁপানো হবে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!