- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ২৬, ২০২২
মুক্ত চলচ্চিত্রের দাবিতে মুখরিত ঢাকার শিল্পকলা একাডেমির চত্বর ।

‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’—এর স্লোগানে ঢাকায় শুরু হয়েছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। ঢাকার শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে ।এবার উৎসবে বাংলাদেশ-সহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রয়েছে কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্র।
শুক্রবার সন্ধ্যায় উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। উৎসবের দিনগুলিতেই আয়োজিত হবে বাংলাদেশ প্যানোরমা, আলমগীর কবির স্মারক বক্তৃতা, জাতীয় চলচ্চিত্র সংলাপ, ভারতীয় চলচ্চিত্রকার আর ভি রামানির রেট্রোস্পেকটিভ ও মাস্টারক্লাস, সেমিনার, বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র । আজীবন সম্মাননা প্রদানের অনুষ্ঠানও যুক্ত থাকবে উৎসবের কর্মসূচিতে ।
তানভীর মোকাম্মেল মানজারে হাসীন মুরাদ ।
স্বল্পদৈর্ঘ্যের সেরা তিনটি ছবিকে পুরস্কার দেওয়া হবে । আজীবন সম্মাননা পুরস্কার পাবেন হীরালাল সেন, তানভীর মোকাম্মেল ও মানজারে হাসীন মুরাদ। চিত্রশালা মিলনায়তনে প্রতিদিন ৪টি করে এবং ঢাকার জাতীয় জাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
❤ Support Us