- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২১, ২০২২
ভাষা মোদের ভালবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা’, মাতৃভাষা দিবসে শুভেচ্ছা মমতার
‘ভাষা-মোদের ভালবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা’—আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইট করে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করে মুখ্যমন্ত্রী লেখেন—আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের কুর্নিশ জানাই। দেশের সমস্ত ভাষাকেই আমরা ভালবাসি। প্রতিটি ভাষাকেই উদযাপন করা দরকার। মাতৃভাষা আমাদের সকলের প্রিয়।’
১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশের নির্মম গুলির ক্ষত আজও টাটকা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান সালাম, রফিক, বরকত, জব্বাররা। প্রাণের ভাষা প্রতিষ্ঠায় তাঁদের এই বলিদান সেদিন তো সফল হয়েছিলই, কালক্রমে সালাম, রফিক, বরকতদের মহান লক্ষ্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায়।ইতিহাসের সে এক রক্তক্ষয়ী অধ্যায়। সারা রাজ্যে মহা আড়ম্বরে পান হচ্ছে এই স্মরণীয় দিন। পরবর্তীতে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নেয় যে একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।
❤ Support Us